.................গঙ্গাসাগর(GANGASAGAR)........
যারা এখনও গঙ্গাসাগর যাননি বা যেতে চান তাদের জন্য কয়েকটি তথ্য
* যদি লট-৮ হয়ে যেতে চান তারা ভেসেল পারাপারের জন‍্য জোয়ার- ভাটার সময় দেখে যাবেন বা গঙ্গাসাগর থেকে ফেরার সময় ও কথাটা মাথায় রাখবেন, সেইমতো ঘোরার সময় ঠিক করবেন।
* তবে নামাখানা দিয়ে ও লঞ্চের মাধ্যমে যাওয়া যায় কিন্তু যথেষ্ট যাত্রী না হলে পারাপার বিলম্ব হয়
* এখন চড়ার কারণে ৪ নং জেটিতে ভেসেল পারাপার হচ্ছে, নদীর ধার ধরে হেঁটে যেতে পারেন না হলে টোটো তো আছেই
* ভেসেল ভাড়া ৮ টাকা জন প্রতি
* মুড়ি গঙ্গা পেড়িয়ে কচুবেড়িয়াতে, বাস ২০ টাকা ভাড়া ৪০ মিনিট লাগবে, আর যদি ম‍্যাজিক গাড়িতে শেয়ারে যান এক ই ভাড়া কিন্তু অনেক দরদাম করে সময় প্রায়ই ১ ঘন্টা নেয় এছাড়াও গাড়ি ভাড়া পাওয়া যায়
* সাগরে ভারতশেবশ্রমে থাকতে পারেন খুবই কম খরচ একরাত্রি ৩০০ টাকা নিয়েছে ৫ জনে, ওখানে
নিরামিষ খেতে চাইলে সকাল ৮ টায় কূপন পাবেন। থাকার জন্য চাদর আনবেন ও মশা প্রতিরোধক নেবেন সঙ্গে। জল কষ্ট নেই।
এছাড়াও ৩-৪ তে আশ্রম যেমন কপিল মুনির আশ্রম, ওঁকারনাথ আশ্রমে থাকার ব্যবস্থা আছে।
হোটেল আছে কয়েকটি..

*খাওয়ার একটি ভালো হোটেল 'ফুডকোট' রাজ‍্য সরকারের, মন্দিরের পাশেই সব্জি ভাত ৭০, মাছ ভাত ১৩০ সঙ্গে দুইরকম তরকারি ডাল স‍্যালাড চাটনি পাঁপড় ভাজা, মাংস ভাতও আছে, সকালের ও রাতের খাবার পাবেন,
এখানে রাতে রুটি পাবেন সব্জীর ২০ টাকা, মাংস ৪ টুকরো ৫০ টাকা।
এছাড়া আরও কয়েকটি খাওয়ার হোটেল আছে।
* তবে এখানে টোটো ও ভেন ভাড়া একটু বেশি সল্প দূরত্বেই ২০ টাকা ভাড়া নেয় একটু বুঝে উঠুন।
* সন্ধ্যাবেলা সমুদ্র সৈকতে পা ছড়িয়ে বসে আড্ডা, সঙ্গে বাদাম চানাচুর আর বসার প্লাস্টিক নিয়ে নিন।
*সমুদ্রতটে বসার জন্য চেয়ার পাবেন ২০ ভাড়া, তবে সন্ধ্যার পর আর পাওয়া যায়নি
* পোষাক পরিবর্তনের জন্য তটে কয়েকটি ভ্রাম্যমাণ ত্রিপলের তৈরি ঘর ( cleaning room) দেখেছি। তবে যাচাই করে ব্যবহার করুন।
* পরের দিন ভোরের সূর্যোদয় দেখুন ও প্রাণ ভরে বাতাস নিন।
* ঢেউর মজা পেতে গেলে পূর্ণিমা বা অমাবস্যায় যান
* এখানে পরিবারের কারোর মৃত্যুর পর বাৎসরিক কাজ ও অনেকেই করেন। তার জন্য ব্রাহ্মণকে ৭০০ টাকা দক্ষিণা দিতে হবে।
* ফেরার বাসস্ট্যান্ড ১ জুন ২০১৮ থেকে পুরনো বাসস্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে এসেছে।

ভ্রমণ করুণ আনন্দের সঙ্গে কিন্তু পরিবেশ পরিষ্কার রাখুন

দঃ ২৪ পরগণা