Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-009

Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-009 Blausen_0102_Brain_Motor%26Sensory_%28flipped%29

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 009

(৮১) একটি নাইটোজেন সংবন্ধনকারী জীব হলো —
(a) সালফার ব্যাকটেরিয়া (b) নস্‌টক
(c) সিউডোমোনিয়া (d) নাইট্রোব্যাক্‌টর

(৮২) কোন্‌ জাংশনাল টিস্যুকে পেস্‌মেকার্‌ বলা হয় ?
(a) এস.এ. নোড (b) এ.ভি. নোড
(c) হিজের বান্ডিল (d) পারকিনজি তন্তু

(৮৩) সালোকসংশ্লেষে কোন্‌ যৌগটি বিজারিত হয় ?
(a) H2O (b) CO2
(c) C6H12O6 (d) NO2

(৮৫) উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো —
(a) রজন (b) ট্যানিন
(c) তরুক্ষীর (d) উপক্ষার

(৮৬) নিস্‌ল্‌ দানা থাকেনা নিউরোনের কোন্‌ অংশে ?
(a) কোশদেহে (b) ডেনড্রনে
(c) অ্যাক্সনে (d) সাইটোপ্লাজমে

(৮৭) উদ্ভিদের পাতায় আপতিত সূর্যালোকের কত শতাংশ শোষিত হয় ?
(a) 3.5% (b) 5%
(c) 12% (d) 83%

(৮৮) কোন্‌ মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে ?
(a) অগ্র-মস্তিষ্ক (b) মধ্য-মস্তিষ্ক
(c) গুরু-মস্তিষ্ক (d) লঘু-মস্তিষ্ক

(৮৯) কোন্‌ ভিটামিনের অভাবে শিশুদের রিকেট হয় ?
(a) ভিটামিন-A (b) ভিটামিন-D
(c) ভিটামিন-E (d) ভিটামিন-K

(৯০) কোন্‌ মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় ?
(a) ক্যালসিয়াম (Ca) (b) ম্যাগনেশিয়াম (Mg)
(c) সোডিয়াম (Na) (d) পটাশিয়াম (K)

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ