Madhyamik LIFE SCIENCE: Short Question Preparation Test-002

Short Question Preparation Test
LIFE SCIENCE
Test No: 002
Time:30 Mins Marks: 25


একটি বাক্যে উত্তর দাও(যে কোনো 25 টি ) 1Х 25=25

(৩১) ট্রাকীয়া কী?(এর উত্তরে পতঙ্গের শ্বাসনালী ও মানুষের ফুসফুসের ট্রাকীয়া দুটিই লিখবে)
(৩২) ফুসফুসের দ্বিস্তরীয় আবরণীর নাম কী ?
(৩৩) আলোক-শ্বসন (Photo-Respiration) কী ?
(৩৪) আলোকবিশ্লেষ (photolysis) কী ?
(৩৫) সালোকসংশ্লেষীয় একক (Photosynthetic Unit) কী ?
(৩৬) ক্রেবস্‌ চক্রের পূর্বে Co-A কী কাজ করে ?
(৩৭) পতঙ্গের রক্তে শ্বাসরঞ্জকের প্রয়োজন হয় না কেন ?
(৩৮) কোন্‌ প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন শ্বাস-রঞ্জক থাকে ?
(৩৯) লেন্টিসেল (Lenticel) কী ?
(৪০) সালোকসংশ্লেষে আবদ্ধ --------শক্তির মুক্তি ঘটে শ্বসনে।(শূণ্যস্থান পূর্ণ করো)
(৪১) কোন্‌ খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে ?
(৪২) আমাদের রক্তরসে উপস্থিত একটি সরল প্রোটিন খাদ্যের নাম লিখ।
(৪৩) কোন্‌ খাদ্যের ক্যালোরি-মূল্য সবথেকে বেশি ?
(৪৪) একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লিখ ।
(৪৫) কোন্‌ অধাতব ম্যাক্রো-উপাদানের অভাবে ক্লোরোসিস দেখা যায় ?
(৪৬) কোন্‌ ধাতব মাইক্রো মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ও প্রাণীর অ্যানিমিয়া দেখাযায় ?
(৪৭) আমাদের যকৃতে কোন্‌ ভিটামিন সংশ্লেষিত হয় ?
(৪৮) রেটিনায় রোডোপ্‌সিন সংশ্লেষে সাহায্য করে কোন্‌ ভিটামিন ?
(৪৯) কোন্‌ ভিটামিনের অভাবে মাড়ির স্কার্ভি ও দেহে রক্তাল্পতা দেখা যায় ?
(৫০) কোন্‌ ভিটামিনের অভাবে দন্তক্ষয়(dental caries) দেখা যায়?
(৫১) ভিটামিন-E এর প্রধান অভাব-জনিত লক্ষণটি কী ?
(৫২) বেরিবেরি রোগের একটি লক্ষণ লিখ ।
(৫৩) ক্যালসিয়াম ও ফস্‌ফরাস শোষণ কোরে অস্থি গঠনে সাহায্য ক’রে কোন্‌ ভিটামিন ?
(৫৪) পার্‌নিসিয়াস রক্তাল্পতা দেখা যায় কোন্‌ ভিটামিনের অভাবে ?
(৫৫) প্রোথ্রম্বিনের মাত্রা হ্রাস ঘটে রক্ত তঞ্চন ক্ষমতা কমে কোন্‌ ভিটামিনের অভাবে ।
(৫৬) রিকেটের একটি প্রধান লক্ষণ লিখ ।
(৫৭) কোন্‌ প্রাণীদেহে হলোফাইটিক পুষ্টি দেখা যায় ?
(৫৮) একটি আংশিক মৃতজীবী উদ্ভিদের নাম লিখ।
(৫৯) একটি আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও।
(৬০) একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম লিখ।



### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ