Short Question Preparation Test
LIFE SCIENCE
Test No: 003
Time:30 Mins Marks: 25


একটি বাক্যে উত্তর দাও(যে কোনো 25 টি ) 1Х 25=25

(৬১) মানুষের পরিপাক পদ্ধতি অন্তঃকোশীয় না বহিঃকোশীয় ?
(৬২) মুখগহ্বরে কোন্‌ উৎসেচক সিদ্ধ শ্বেতসারের পরিপাক ঘটায় ?
(৬৩) হলজোয়িক পুষ্টির চতুর্থ পর্যায়টির নাম কী?
(৬৪) পৌষ্টিক নালীর কোন্‌ অংশে গ্যাস্ট্রিক-জুস খাদ্য পরিপাকে সাহায্য করে?
(৬৫) ল্যাকটিয়াল্‌ কী ?
(৬৬) ভিলাসের কাজ কী ?
(৬৭) কো-এনজাইম কী ?
(৬৮) সাবস্ট্রেট বলতে কি বোঝ ?
(৬৯) কাইম (chyme) কী ?
(৭০) পাকস্থলির অক্সিন্‌টিক গ্রন্থি থেকে কী ক্ষরিত হয় ?
(৭১) যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে ------ বলে ।
(৭২) একজন সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ কত কিলোক্যালোরি শক্তির প্রয়োজন ?
(৭৩) পাকস্থলিতে কোন্‌ উৎসেচক HCl সহযোগে প্রোটিন পরিপাকে অংশ গ্রহণ করে ?
(৭৪) সুষম খাদ্য তালিকায় দৈনিক কত গ্রাম কার্বোহাইড্রেট রাখা হয় ?
(৭৫) পৌষ্টিক নালির কোন্‌ অংশে ইরিপ্‌সিন পেপ্‌টাইডকে অ্যামাইনো
অ্যাসিডে পরিণত করে?
(৭৬) মানুষের মুখবিবরে কয়টি লালাগ্রন্থি থাকে ?
(৭৭) পাচিত খাদ্যের ক্ষুদ্রান্ত্রের রক্তজালকে প্রবেশ পদ্ধতিকে কী বলে ?
(৭৮) পতঙ্গভূক উদ্ভিদ কেন পতঙ্গ ধ’রে খায় ?
(৭৯) মানবদেহে ফ্যাট জাতীয় খাদ্যের একটি কাজ লিখ ।
(৭৬) মানুষের মুখবিবরে কয়টি লালাগ্রন্থি থাকে ?
(৭৭) পাচিত খাদ্যের ক্ষুদ্রান্ত্রের রক্তজালকে প্রবেশ পদ্ধতিকে কী বলে ?
(৭৮) পতঙ্গভূক উদ্ভিদ কেন পতঙ্গ ধ’রে খায় ?
(৭৯) মানবদেহে ফ্যাট জাতীয় খাদ্যের একটি কাজ লিখ ।
(৮০) লাইকেনের পুষ্টি পদ্ধতি কেমন ?
(৮১) উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কী ?
(৮২) কোন পদ্ধতিতে মাটির কৈশিক জল মূওরোমের মধ্যে প্রবিষ্ট হয় ?
(৮৩) কোন্‌ পদ্ধতিতে উদ্ভিদ মূলের কোশের রসস্ফীতি ঘটে ?
(৮৪)জাইলেমে শোষিত জল ও জৈব-অজৈব লবণের মিশ্রণকে কী বলে ?
(৮৫)মূলের কর্টেক্সে রসস্ফীত (turgid) কোশগুলো কিভাবে শ্লথ (flaccid) হয়ে পড়ে ?
(৮৬) অভিস্রবণে দ্রাবক অনু কোন্‌ দিক থেকে কোন্‌ দিকে যায় ?
(৮৭) উদ্ভিদের মূলে চোষক-শক্তির (Suction-force) কিভাবে সৃষ্টি হয় ?
(৮৮) অভিস্রবণ চাপ (Osmotic pressure) ও রসস্ফীতি চাপের (Turgor-pressure) প্রভেদ কোন্‌ চাপের সৃষ্টি করে ?
(৮৯) জাইলেম বাহিকার ভিতরে জলের সঙ্গে জলের দৃঢ়ভাবে সংলগ্ন থাকার প্রবণতাকে কী বলে ?
(৯০) জাইলেম বাহিকার ভিতরে গায়ের কলার সঙ্গে জলের অনুগুলির দৃঢ়ভাবে সংলগ্ন থাকার প্রবণতাকে কী বলে ?


### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ