দেবগর্ভা দেবী
ভৈরব - রুরু
সতীর অংশ - অস্থি/কঙ্কাল/কাঁকালি

পীঠনির্ণয়, তন্ত্রচূড়ামণি এবং শিবচরিত পুরাণে কাঞ্চী বা কাঞ্চীদেশ নামের একটি পীঠস্থানের কথা আছে যেখানে দেবীর কংকাল বা কাঁকাল পড়েছিল এবং দেবী ও ভৈরবের নাম যথাক্রমে দেবগর্ভা বা বেদগর্ভা ও রুরু ।

কবি ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গল কাব্যে বলেছেন -----

"কাঞ্চীদেশে পড়িল কাঁকালি অভিরাম ।
বেদগর্ভা দেবতা ভৈরব রুরু নাম ।।"

লক্ষ্যণীয়, বীরভূমের পীঠস্থান "কংকালীতলা" (সতীর কাঁকাল বা কোমরের কংকাল পড়েছিল) নামটি উপরোক্ত তিনটি তালিকায় নেই । একমাত্র জ্ঞানেন্দ্রমোহন দাসের 'বাঙ্গালা ভাষার অভিধান' বইটির পীঠস্থানের তালিকায় ৩৭ নম্বর স্থানে যে পীঠস্থানটি আছে (দেবী বেদগর্ভা, ভৈরব রুরু এবং পতিত দেহাংশ কঙ্কাল) তার নাম "কাঞ্চীদেশ" বললেও তার অবস্থান বলা হয়েছে বোলপুর স্টেশন থেকে ৫ মাইল দূরে কোপাই নদীর তীরে, অর্থাৎ কঙ্কালীতলা । কংকালীতলাই যে কাঞ্চী বা কাঞ্চীদেশ, তার আর একটি পরোক্ষ প্রমাণ হল কংকালীতলার মন্দিরগুচ্ছে একটি শিবমন্দিরের নাম হল কাঞ্চীশ্বর শিবের মন্দির ।

কাঞ্চী : পীঠস্থানের তালিকায় অবস্থান

(ক) প্রচলিত তালিকা (ক্রমিক সংখ্যা এই তালিকায় যেমন আছে) --------->

ক্রমিকসংখ্যা - পীঠস্থান ------- দেহাংশ -------- দেবী -------- ভৈরব

২৮ কাঞ্চী -------- কঙ্কাল --------দেবগর্ভা --------- রুরু

(খ) তন্ত্রচূড়ামণির তালিকা (ক্রমিক সংখ্যা এই তালিকায় যেমন আছে) -------->

২৮ কাঞ্চী -------- অস্থি --------দেবগর্ভ ------- রুরু

(গ) শিবচরিত (ক্রমিক সংখ্যা এই তালিকায় যেমন আছে) --------->

৩৭ ---- কাঞ্চীদেশ ------ কাঁকালি ------বেদগর্ভা -------- রুরু

কেউ কেউ বর্ধমান শহরের কাছে কাঞ্চননগরে দামোদরের পাড়ে অবস্থিত কংকালেশ্বরী দেবীর মন্দিরকেই পীঠস্থান কাঞ্চী বলে মনে করেন ।

মন্দিরের পাশেই একটা পাঁচিল দিয়ে ঘেরা সিমেন্ট দিয়ে পাড় বাঁধানো ছোট পুকুর । চারদিক দিয়ে সিঁড়ি নেমে গেছে জলে । এটাই সতীকুণ্ড । এর মধ্যেই আছে সতীর কঙ্কাল/অস্থি অথবা কাঁকাল/কাঁকালি অর্থাত্‍ কোমড়ের হাড় ও পঞ্চশিব অর্থাত্‍ পাঁচটি শিবলিঙ্গ । স্থানীয় উপকথা অনুসারে বিষ্ণুর সুদর্শন চক্রে কর্তিত সতীর অস্থি এত জোরে মাটিতে পড়েছিল যে তার আঘাতে এই কুণ্ডটি সৃষ্টি হয়েছিল । জলের নীচে থাকলেও অধুনা প্রস্তরীভূত দেহাংশকে কখনও জল থেকে তোলা হয় না বা তোলা যায় না ।



Labpur Fulloratola to Kankalitala via Bolpur - Laghata - Labpur Rd.

Distance --------> 20 km

The best route in current traffic visit

Code:


https://maps.app.goo.gl/RvP1YvCRX9PYR5ih9