Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionগোয়া ভ্রমণ Goa tour Guide Emptyগোয়া ভ্রমণ Goa tour Guide

more_horiz
1st Day: আমাদের ট্রেন late থাকায় বিকেলে Calangute তে পৌঁছায়। একটু Rest নিয়ে সন্ধ্যার দিকে বেরোয় beach এর উদ্দেশ্যে। Beach এর একটি hut এ বসে King Fish, Caramal (squid), pork vindalur সাথে Beer। একটা আলাদাই আবহ ছিল। এরপর রাতে আমরা যাই Titos Lane এ। শনিবার Special programme ছিল ওখানে। আমরা যদিও কোনো ক্লাবে Party করি নি। Interest থাকলে করতেই পারেন Titos বা Membos bar এ। মাথাপিছু 2500/- মত খরচ পড়বে with unlimited drinks and snacks।
2nd Day: এইদিন আমরা scooty ভাড়া করি। 300/- per scooty (২ জন, with one helmet, driving license must)। বেরিয়ে পড়লাম সকাল ৯ টা নাগাদ Aguada fort, Old Goa Church, Panaji Church, Miramar Beach, Panaji Cruise এগুলো দেখতে। এরমধ্যে Aguada fort এর entry fee 300/-। ফিরতে ফিরতে বিকেল ৫ টা। এরপর রান্না, খাওয়া-দাওয়া করে আবার বেরোনো রাত ১০ টায় Anjuna Beach এর দিকে। এখানে অনেক কম খরচে Party করতে পারবেন।ফিরলাম রাত ১ টায়।খুবই safe environment। Really enjoy that freedom for both boys and girls। আর রান্নার জন্য সব সবজি, মাছ, মাংস Calangute Beach এ পেয়ে যাবেন।
Day 3: এদিন সকাল ৮ টায় বেরোলাম south goa এর দিকে with scooty, প্রায় 90 km রাস্তা।অনেকেই এটা বারণ করেছিলো, কারণ অনেকটাই Hectic এটা। কিন্তু আমরা জেদ ধরেই করেছি এটা। না গেলে Miss হয়ে যেত। আহা, Palolem Beach এর beauty সম্পূর্ণ আলাদা।boating এ dolphin দেখা, butterfly island এ স্নান ভোলার নয়।এদিন ফিরেছি প্রায় রাত ৮ টায়। ক্লান্ত ছিলাম সব। রাতে খাওয়ার পর candolim beach এ গিয়ে হালকা আড্ডা হল শুধু।
Day 4: এদিন শুধু water sports এর জন্য। আমরা per head 1700/- এর একটা package book করেছিলাম। Package includes pick ip and drop to hotel with ac car. Breakfast, lunch, 6 water sports(including scooba, parasailing, water scooty, banana ride etc)। এটার জন্য আমরা Malvan beach গিয়েছিলাম। Calangute থেকে 90 km দূর। এটা যদি কেউ কাছাকাছি করেন, rate টা Per head 2200-2500 এর মত পড়বে।দারুন অভিজ্ঞতা। এটা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে।ফেরার পর এদিন আর বেরোতে পারি নি। Rest নিলাম।
Day 5: এদিন scooty তে আলামোর বিচ, ভাগাতোর বিচ, মর্জিম বিচ দেখা হল। এগুলো mainly বিদেশিদের বিচ। ভাগাতেরের পাহাড়ের উপর থেকে সমুদ্রের view দারুণ লাগবে। ফিরে Marketing, টুকটাক্ baga beach এ photography আর beer😀। এরপরের দিন সকালে ঘরে ফেরা। Total tour এ আমাদের per head 8000/- মত খরচ হয়েছে।
অনেক অমলিন স্মৃতি মনে নিয়ে ফিরলাম আবার ব্যস্ত জীবনে। যাওয়ার ইচ্ছে রইল আবার। U beauty.. I I love you Goa..

descriptionগোয়া ভ্রমণ Goa tour Guide EmptyRe: গোয়া ভ্রমণ Goa tour Guide

more_horiz
আমরা পাঁচ বন্ধু গিয়েছিলাম। Goa Lemon Furnished Apartment Book করেছিলাম পাঁচ দিনের জন্য Calangute Beach থেকে ১ km দূরে। খুবই সুন্দর ব্যবস্থা ছিল। Room এ ফ্রিজ, এসি, Microoven, Induction, TV, রান্নার সমস্ত বাসনপত্র সবই ছিল। পাঁচদিনে আমাদের Apartment টির জন্য 8000/- খরচ হয়েছে।
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply