১৬৫০ টাকায় জম্মু ও কাশ্মীর ভ্রমণ:- J & K Cheapest Tour Package Plan.
জম্মু ও কাশ্মীর ভ্রমণের সমস্ত পরিকল্পনা রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কে কেন্দ্র করেই তৈরি হয়ে থাকে। যানবাহন, প্যাকেজ ট্যুর, হোটেল, হাউসবোট, সব কিছুর ব্যবস্থা রাজ্য পর্যটন থেকে পাওয়া যায়। এছাড়া নিজে থেকেও সমস্ত প্লান তৈরি করা সম্ভব নিজের মত করে। এই সম্পর্কিত সমস্ত তথ্যই উল্লেখ করা হলো। যাতে নিজে থেকে ট্যুরের পরিকল্পনা তৈরি করতে সুবিধা হবে এবং চাইলে রাজ্য পর্যটন অথবা ট্যুরিস্ট এজেন্সি গুলির সহযোগিতা নিয়ে জম্ম ও কাশ্মীর সফর করা সম্ভব হয়, একাএকা, পরিবার সহ অথবা বন্ধুরা মিলে গ্রুপ তৈরি করে। স্বভাবতই কিছু তথ্য লাগে আনুমানিক খরচ হিসেব করতে এবং ঘোরার জায়গা সম্পর্কে। তাই দেখে নেওয়া যাক তথ্য গুলো।

Jammu & Kashmir Tourist Places:-
¤ জম্মু:- বাহু দূর্গ, রামনগর দূর্গ, ডোগরা আর্ট মিউজিয়াম, অমরমহল প্রাসাদ, রঘুনাথ মন্দির, রামবীরেশ্বর মন্দির, বাসোলী।
¤ বৈষ্ণোদেবী
¤ ভেরিনাগ
¤ শ্রীনগর:- ডাল লেক, নেহরু পার্ক, চারমিনার, কবুতরখানা, হরি পর্বত, হরওয়ান, চশমাশাহী, পরীমহল, নিশাত বাগ, শালিমার বাগ, নাসিম বাগ, হজরতবাল মসজিদ, মিউজিয়াম, শাহ হামদান মসজিদ, জুম্মা মসজিদ, বাদশাহ, শঙ্করাচার্য মন্দির।
¤ গুলমার্গ:- খিলেনমার্গ, আলপাথার লেক, নিঙ্গেল নালা, লিয়েন মার্গ, ফিরোজপুর, কন্টার নাগ, তোষ ময়দান, বাবারেষি।
¤ আহারবল
¤ পহেলগাঁও:- পামপুর, সংগ্রামা, অবন্তী পুর, খানাবল, অনন্তনাগ, আচ্ছাবল, কোকরনাগ, ডাকসুম, ভাবন, মার্তণ্ড মন্দির, মমলেশ্বর শিবমন্দির, বৈশরণ, তুলিয়ান লেক, কোলাহাই হিমবাহ, আরু, লিডারওয়াট, তারসর লেক, মারসর লেক, শোনমার্গ।
¤ অমরনাথ।
¤ উলার:- পাট্টান, মানসবল লেক, ক্ষীরভবানী, গান্ধারবল, গঙ্গাবল।
¤ শোনমার্গ:- খাজিয়ার হিমবাহ, নীলাগ্রাড, বিসনসর লেক, কৃষ্ণসর লেক, দহিগাঁও ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি।
¤ যুসমার্গ:- চারার-ই-শরিফ।
¤ লাদাখ
¤ লে
¤ কারগিল


How to go Jammu and Kashmir:- জম্মু ও কাশ্মীর কিভাবে যাওয়া যায়।

Kolkata to Jammu by Train:-
কলকাতা থেকে জম্মু যাওয়ার তিনটি ট্রেন আছে। হিমগিরি এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস আর শিয়ালদহ-জম্মু তাওয়াই এক্সপ্রেস।
হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে তিন দিন (মঙ্গল, শুক্র, শনি) রাত ১১.৫০ এ হাওড়া ছেড়ে পরের দিন ১২.৩০ মিনিটে জম্মু পৌঁছাচ্ছে। এই ট্রেনে ৪টি ক্লাসের টিকেট আছে- SL, Rs- ৭৫০. 3A, Rs-১৯৮০. 2A, Rs-২৮৫০.1A, Rs-৪৯৯৫
হামসফার এক্সপ্রেস সপ্তাহে এক দিন (সোমবার) দুপুর ১.১০ এ শিয়ালদহ স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়। সময় লাগে ৩৪ ঘন্টা ২০ মিনিট। এই ট্রেনে ১টি ক্লাসের টিকেট আছে- 3A, Rs- ১৯৩৫
শিয়ালদহ-জম্মু তাওয়াই এক্সপ্রেস প্রতিদিন সকাল ১১.৪০-এ শিয়ালদহ স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়ে পরের দিন সকাল ৮.৩০-এ জম্মু পৌঁছাচ্ছে। ৩টি ক্লাসের টিকেট আছে- SL, Rs- ৭১৫. 3A, Rs-১৯২০.  2A, Rs- ২৮৩০.
রেল স্টেশন থেকে সরাসরি বাস ও শেয়ারে ট্যাক্সি পাওয়া যায় শ্রীনগরের। জম্মু রেল স্টেশনের ১০ কিমি দুরে বীরমার্গের ট্যুরিস্ট ডাকবাংলো লাগোয়া ট্যুরিস্ট রিসেপশন সেন্টার থেকে J & K state Road Transport corporation-এর বাসও যাচ্ছে শ্রীনগর। দুরত্ব ২৯৩ কিমি এবং সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা।
আরেকটি উপায় হল জম্মু থেকে বানিহাল যাওয়া। দূরত্ব ১৬০ কিমি, গাড়িতে সময় লাগবে ৫ ঘন্টা। বানিহাল থেকে ট্রেন করে শ্রীনগর যেতে সময় লাগবে ৩ ঘন্টা আর দূরত্ব ১১০ কিমি। এ ক্ষেত্রে খরচ পড়বে ৫৫০ টাকা প্রতিজনে। তবে যদি পাহাড়ি ধ্বস নামে সমস্যা হবে, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে। তাই জম্মু থেকে শ্রীনগর প্লেনে যাওয়া উচিত।
জম্মু থেকে যাত্রী নিয়ে সরকারি বাস পৌঁছায় শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে আর প্রাইভেট বাস পৌঁছায় লালচকে। ট্যুরিস্ট রিসেপশন সেন্টার ২৪ ঘন্টা যাত্রীদের সেবায় রত। এরা যাত্রীদের চাহিদা মতো সরকার নির্ধারিত দামে  হোটেল/হাউসবোট বুক করিয়ে দেয়। তবে যোগাযোগ এদের সীমিত, মনে হয় কমিশন প্রথার জালে জড়িয়ে ব্যস্ততার অজুহাতে বেশি অধৈর্য প্রকাশ। সরাসরি যোগাযোগে অনেক সময় বেশি সুবিধা পাওয়া যায় রিসেপশন সেন্টারের মাধ্যমে না গিয়ে। যদিও  একাধিক মোটর বাস কোম্পানির কাউন্টার, এয়ার লাইনস, রাজ্য পর্যটন দপ্তর, কাশ্মীর ট্যুরিস্ট বাস, সাইট সিইং সহ সমস্ত টিকিট পাওয়া যাবে এই রিসেপশন সেন্টার থেকেই। Tourist Reception Centre, Srinagar, Phone:- 0194-2452690.

লাক্ষাদ্বীপে ট্যুর এন্ড ট্রাভেলস।

Hotel & Lodge in Jammu & Kashmir :-

▪︎Cheapest hotel & Lodge in Jammu Rs- 500 to 1200 Day.
1) Nagina, Call:- 09858170000.
2) Khazan, Call:- 09086505639.
3) Golden Lodge, Call:- 09596950815.
4) New Diamond, Call:- 2561858.
5) Touchwood, Call:- 09419182974.
6) Gold Star, Call:- 09419149167.
7) New Krishna Palace, Call:- 09419773970.
Cool Prakash Regency, Call:- 09419195007.

Rs- 1200 to 3000
1) Jammu Residency, Call:- 2579554
2) Surya Exelency, Call:- 09419141619.
3) Sitara, 2565296.
4) Mansur, Call:- 2543030.
5) India Pride, Call:- 2560924.
6) Karan, Call:- 2586924.
7) Rajdhani, Call:- 2579073

Hotel & Lodge in Srinagar:-
Rs- 700 to 1300
1) Maharaj, Call:- 09906735759.
2) Aroma,Call:- 09622431007
3) Rooma, Call:- 09906470539.
4) Queen Palace, Call:- 2482743.
5) Standard, Call:- 2455285.
6) New York, Call:- 2473580.
7) Kashmir Residency, Call:- 2457930.

Rs- 1400 to 3000
1) Al Mumzah, Call:- 09906602291
2) Dal Rim, Call:- 09419013339.
3) Diamond, Call:- 22259639.
4) Taj, Call:- 2479556.
5) Ruby, Call:- 2474724.
6) Grand, Call:- 2459000

Jammu and Kashmir Tourist Office:-
1) JKTDC, 12 Jawaharlal Nehru Road, Kolkata-13, Phone:- 033-22285791.

2) Delhi, H Janpath, Front Wing, Room No-14 & 15, phone:- 011-23744948, Fax-23844946.

3) Srinagar, Phone:- 91-191-2452690, Fax- 2479648.

4) Jammu, Phone:- 91-191-2520409, Fax- 2548352.

লালচক থেকে প্রাইভেট কোম্পানি গুলো প্যাকেজ ট্যুরে উপত্যকা দেখাতে নিয়ে যাচ্ছে। তবে ITDC-এর টিকিট কেটে রিসেপশন সেন্টার থেকে ITDC-এর ট্যুর প্রোগ্রামে অংশগ্রহণ করে উপত্যকা উপভোগ করে নেওয়া লাভজনক। এছাড়া প্রাইভেট সার্ভিস বাস যাচ্ছে উপত্যকার দিগ্বিদিক লালচক থেকে। Bhatmalu Bus Stand থেকে বাস যাচ্ছে পহেলগাঁও, শোনমার্গে। Eastern Bus Stand থেকে মোগল গার্ডেন যাচ্ছে বাস, Western Bus Stand থেকে গুলমার্গ, টাংমার্গ, উলার যাচ্ছে বাস। রিসেপশন সেন্টার থেকে ট্যুরিস্ট মরশুমে লে যাচ্ছে বাস।

▪︎প্রতিদিন সকাল ৯ টায় বাস গুলমার্গ যাচ্ছে খিলেনমার্গ ও গুলমার্গের যাত্রী নিয়ে।
▪︎অবন্তীপুর পহেলগাঁও-এ বাস যাচ্ছে প্রতিদিন ৮.৩০ মিনিটে।
▪︎প্রতিদিন সকাল ৮ টায় ও বিকাল ২.৩০ মিনিটে বাস যাচ্ছে চশমাশাহী-হরওয়ান-শালিমার-হজরতবাল মসজিদ-নাগিন, জুম্মা মসজিদ, নিশাত বাগ।
▪︎ সোম, বুধ, শুক্রবার সকাল ৯ টায় যাচ্ছে পাত্তান, ওয়াটলব, বন্দীপুর, মানসবল, ক্ষীর ভবানী, গান্ধারবল, উলার লেক।
▪︎সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বাস যাচ্ছে সকাল ৮.৩০ মিনিটে আচ্ছাবল, কোকরনাগ, ডাকসুম।
▪︎মে থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৮ টায় বাস যাচ্ছে শোনমার্গ।
▪︎ভেরিনাগ যাচ্ছে রবিবার ও বুধবার সকাল ৯টায়।
▪︎মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাস যাচ্ছে যুসমার্গ।
তবুও একক ভাবে বা যৌথভাবে কোয়ালিশ, ট্যাক্সি, অটো সহ বিভিন্ন গাড়ি ভাড়া করে উপত্যকার কোনে কোনে ঘুরে নেওয়া যায়। ট্যুরিস্ট রিসেপশন সেন্টারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করা যায়। টাটা ইন্ডিকার এক দিনের ভাড়া ১৮০০ টাকা, চার জন প্যাসেঞ্জার মিলে টাটা ইন্ডিয়া নিয়ে ঘোরা যেতেই পারে। টয়োটা ভাড়া ২০০০ টাকা থেকে ২৬০০ টাকা চার থেকে ছয়জন মিলে ভাড়া করা যেতে পারে। মহেন্দ্র ২৩০০ টাকা দিয়ে ভাড়া করা যেতে পারে এক দিনের জন্য ছয়জন মিলে। অথবা ট্রাভেলার ৩৩০০টাকা দিয়ে ভাড়া করা যেতে পারে ১৩ জন মিলে এক দিনের জন্য।

Cheapest Car rental Agencies in J & K.

Apharawat Tour and Travels, Call:- 7006289916/9419015833.
Trip More, Call:- 7051909192/962222987.
Shruti Travels, Call:- 935788823/9357888323.

Make your Jammu & Kashmir Indipendent Package Tours as your Like.

* শ্রীনগর কে কেন্দ্র করে কাশ্মীর ট্যুর।
* পাহেলগামের কাছে অমরনাথ গুহা কে কেন্দ্র করে অমরনাথ তীর্থ যাত্রা।
* কার্গিল থেকে সাংকো–রংদুম–দুম হয়ে জাঁস্কার ভ্যালি ট্যুর
শুধুমাত্র শীতকালে জানুয়ারী মাসে জাঁস্কার  নদীর জল জমে বরফ হয়ে গেলে তার উপর দিয়ে হেটে চাদর ট্রেক।
* কার্গিল থেকে শুরু করে লে শহর ও তার আশেপাশের দ্রষ্ট্রব্য–নুব্রা ভ্যালি–প্যাংগং লেক -হানলে–সোমোরিরি–সকার লেক  হয়ে সারচু– বারালাচা পাস পেরিয়ে–রোটাং পাস পর্যন্ত  লে – লাদাখ ট্যুর ।

Costing for Jammu & Kashmir Tourist Package:-

যাওয়া:- কলকাতা থেকে জম্মু হোয়ে শ্রীনগর non A/C Slipper- এ ১২০০ থেকে ১৫০০টাকা প্রতিজনে।
কলকাতা থেকে দিল্লি হোয়ে জম্মু পৌঁছে সেখান থেকে শ্রীনগর থ্রিটিয়ার এসি ৬০০০ থেকে ৭০০০ প্রতিজনে।

থাকা:- 3Star Hotel খরচ ১২০০ থেকে ১৫০০ টাকা। Luxurious 3Star Hotel খরচ ৩০০০ থেকে ১৫০০০টাকা। সাধারণ মানের হোটেল খরচ ৬০০টাকা। রাজ্য ট্যুরিজমের ডর্মিটরি খরচ ৪০০ টাকা প্রতিদিন।

খাওয়া:- ব্রেকফাস্ট সকালে রুটি, কলা ইত্যাদি ৫০ টাকা প্রতিজন। সাধারণ ভারতীয় থালি জাতিয় খাবার ১০০ টাকা। স্ট্যান্ডার্ড মিল ২০০টাকা। ভালো মানের রেস্টুরেন্টে খাওয়া প্রতিবেলা ৩০০ থেকে ৪০০ টাকা।  নামি রেস্তরাঁয় ৫০০ থেকে ১৫০০ টাকা প্রতিবেলা প্রতি জনে খরচ।
এছাড়া সকালে ব্রেকফাস্ট ও রাত্রিতে ডিনার প্রভাইড করবে এরাকম হোটেল চুজ করাও উচিত হবে।

3 night 4 day tour Package for Jammu & Kashmir:-


প্রথম দিন জম্মু থেকে শ্রীনগর গিয়ে রেস্ট নিয়ে জলবিহার বুলেভার্ড থেকে সন্ধ্যা ৭ টা থেকে ১১টা ডিনার প্যাকেজে। ডাল লেকের জলে তিনঘন্টা আহার বিহার, রিসেপশন সেন্টার থেকে বুকিং বা নেহেরু পার্ক থেকে বুকিং করে। দ্বিতীয় দিন শ্রীনগরের লোকাল স্পট গুলো দেখে নেওয়া। তৃতীয় দিন শ্রীনগর থেকে গুলমার্গ গিয়ে গুলমার্গ ঘুরে আবার শ্রীনগর ফেরা এবং চতুর্থ দিন শ্রীনগর ছেড়ে জম্মু থেকে ট্রেন ধরা কলকাতার।

হাউস বোট:- ৮০ থেকে ১২৫ ফূট লম্বা জলজ আবাস তথা ভাসমান হোটেল। এই হাউসবোট শ্রীনগরের একান্তই নিজস্ব ঐতিহ্য। কার্পেটে মোড়া বাথ সংলগ্ন ঘর, লিভিং রুম, ডাইনিং রুম, চারপাশে বারান্দা। ছাঁদে বাগান, চেয়ার টেবিল পাতা সবে মিলে সুব্যবস্থা। যদিও স্বাচ্ছন্দ্যের তারতম্যে, এর শ্রেণী বিন্যাস আছে। যেমন ডিলাক্স, এ, বি, সি আর ডি। তারকা হোটেলের মত বিলাসবহুলও আছে। হাউস বোট বুকিং-এর জন্য যোগাযোগ করা যেতে পারে, Kashmir House Boat Owners Association, opp Tourist Reception Centre, Srinagar, J & K- 190001, Call:- 0194-2450326 কে।

টোটাল খরচ:- যাওয়া ১২০০+ তিনদিন থাকা = ৩×৬০০=১৮০০+ খাওয়া তিন দিন = ৩০০×৩=৯০০+ভ্রমণের গাড়ি ভাড়া তিনদিন = ৩×৫০০ =১৫০০ = ৫৪০০+ফেরা১২০০ = ৬৬০০÷৪ = ১৬৫০ টাকা একদিনে একজনের জম্মু ও কাশ্মীর ভ্রমণ খরচ।