Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionশিমলা ভ্রমণ কথা Simla Tour story Emptyশিমলা ভ্রমণ কথা Simla Tour story

more_horiz
সিমলা ভ্রমণকথা:-



শিমলা স্টেশন থেকে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরোলাম সিমলা লোকাল দর্শনীয় স্থান গুলো দেখতে,,, প্রথমেই গেলাম সিমলা কালিবাড়ি
সিমলাতে একটি জায়গায় আপনি বাঙালিয়ানা ছোঁয়া পাবেন,, কালিবাড়ি থেকে আপনি পুরো সিমলা শহরটির অসাধারণ সৌন্দর্য লক্ষ্য করতে পারবেন,,, তবে হ্যাঁ কালিবাড়ি রাস্তাটি সাংঘাতিক খাড়া হাটতে গেলে মনে হয় জীভ বেরিয়ে যাবে,, বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে,,

কালীবাড়ি মন্দির দর্শন করার পর নেমে এলাম এবং রাস্তায় পেটপুজো করলাম এবং স্ক্যান্ডেল পয়েন্ট এর দিকে রওনা দিলাম।। এই পথে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে সত্যিই এটা ভারতবর্ষে তো,,,, চারদিকে উচু পাহাড় মাঝখান দিয়ে ঝাঁ-চকচকে রাস্তা, সুন্দর স্থাপত্য আপনাকে অভিভূত করবে,,রাস্তার দুই পাশে অনেক বসার জায়গা আছে আপনি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠলে সেখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন।।।

স্ক্যান্ডাল পয়েন্ট থেকে দু মিনিটের রাস্তা রিজ,, এখানেই অবস্থিত বিখ্যাত ক্রাইস্টচার্চ।।। এরপর অনেকটা সময় সিমলা মার্কেটে কাটিয়ে রাতের খাবার খেয়ে চলে এলাম হোটেলে।।। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা জাকিয়ে পড়তে থাকলো রাত্রি নটার সময় টেম্পারেচার -1 ডিগ্রী,, রীতিমতো হোটেল থেকে 250 টাকার বিনিময় হিটার ভাড়া করতে হলো,,, কিন্তু ওই হিটারের গায়ে হিটার না লেখা থাকলে আপনি বুঝবেন না ওটা কি জিনিস,, ঘর কেন গায়ের জামা কাপড়ের একটা সুতো গরম হলো না।।।

পরদিন সকালে নটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম,, প্রথমে গেলাম কুফরী সেখান থেকে 500 টাকা প্রতি ঘোড়া ভাড়ার বিনিময়ে গেলাম ফাগু,, চড়াই-উৎরাই খাড়া পাহাড়ের মধ্য দিয়ে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা অসাধারণ।।।। আপনারা পরবর্তীকালে যারা যাবেন তারা নিচের থেকেই জল ও টুকটাক খাবার নিয়ে যাবেন নাহলে ওপরে সব জিনিসের দাম অস্বাভাবিক বেশি।।।। সেখানে দেখবেন অনেকে দূরবীনে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করাবে বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার।।। আর উপরে অনেক অ্যাডভেঞ্চার গেম আছে সেটাও করবেন কিনা আপনার মর্জি,,, আপনাদের ঘোড়া ওয়ালা আপনাকে বলবে ওপরে আপেল বাগান দেখানোর জন্য 200 টাকা করে লাগবে সেই সব ব্যবস্থা করে দেবে কিন্তু আপেলের সিজন ছাড়া যাওয়ার কোন মানে হয় না গাছে কোন পাতা পর্যন্ত পাবেন না আপনি যদি মানালি আসেন তাহলে এরকম আপেল বাগান অনেক দেখতে পাবেন।।।

এরপর আমরা চলে এলাম জাখু টেম্পেল।।। এখানকার ও মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে,,, তবে হ্যাঁ বাঁদর হইতে সাবধান।।।। এরপর বিকেল নাগাদ চলে এলাম মল রোডে এখানে রাত্রি নটা অবধি সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম।।।

পরদিন সকালে সাতটার সময় হোটেল ছেড়ে দিলাম চলে এলাম শিমলা বাস স্ট্যান্ড মানালি যাওয়ার বাস ধরার জন্য।।। প্রায় 8 থেকে 9 ঘণ্টা জার্নি করার পর চলে এলাম মানালি,, হোটেলে ঢুকে একটু রেস্ট নিয়ে মানালি মার্কেটে এলাম এখানে একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে গেলাম,,,,, ক্রমশ

সতর্কীকরণ:-

1. শিমলা শহরে বাঁদরের উৎপাত খুব বেশি, আপনি যদি মনে করেন কলকাতা রাস্তার মত কোন খাবার কিনে রাস্তায় খেতে খেতে হাঁটবেন তাহলে মনে রাখবেন কেউ আপনার ওপর নজর রাখছে।।।।

2. খালি পেটে থাকবেন না সব সময় চেষ্টা করবেন যাতে পেট ভরা থাকে আর খালি পেটে জার্নি করলে সেটা আপনার পক্ষে খারাপই হবে।।।

3. সর্বোপরি রাস্তায় নোংরা ফেলবেন না বা স্থানীয় ভাবাবেগে কোন আঘাত করবেন না।।।।।

descriptionশিমলা ভ্রমণ কথা Simla Tour story EmptyRe: শিমলা ভ্রমণ কথা Simla Tour story

more_horiz

**কম খরচে সিমলা মানালি ঘোরার উপায়**

14/05/2019
৫ ঘন্টা রেস্ট নিয়ে waiting room থেকে বেরিয়ে প্লাটফর্মে এলাম 12311-Hwh_Klk mail ধরার জন্য ট্রেন ২ ঘন্টা লেট এর দরুন রাত ২টার কালকা এলো ভোর ৪টায়। এখান থেকে কালকা ২ ঘন্টার একটু বেশি লাগে। কালকা যখন এলাম দেখি সকাল প্রায় ৭টা বাজে। তখন মোবাইলে sms এসেছিল যে শিবালিক সকাল ৮টায় ছাড়বে। সে মতো waiting room এ ফ্রেশ হয়ে এলাম কালকা nerrow gedge lineএর প্লাটফর্মে শিবালিক এ যাওয়ার জন্য। ট্রেন ছাড়ল সকাল ৮টা ১০ এ আমাদের সিট ছিল FC1 1,2। সবই First Class ভাড়া 565 PP। অমি ফেব্রুয়ারী তে এর টিকিট কেটেছিলম তাই ১৮ তা সিট পড়েছিল ভাবুন একবার। উঠতেই একটা জলের বোতল দেওয়া হলো। তারপর চা বিস্কুট, ও ব্রেক ফাস্টে দেওয়া হলো দুটি করে ভেজ চপ ও সস। দুটি স্লাইস পাওরটি বাটার ও সস। নামেই এতো ভাড়া। তাই এই গড়ি যারা যাবেন কালকা থেকে কিছু খাবার কিনে নিয়ে উঠবেন। ট্রেন চলতে লাগল একেরপর এক গুহা পার হয়ে, ঘন পাহাড়ি জঙ্গল কাটিয়ে চলতে এসে থামল বরোগ স্টেশনে এটি খুব সুন্দর কাঠের তৈরি দেখলে মনে হবে যেন ছবি তে আকা। তবে জায়গাটি haunted। বরোগ ছেড়ে যখন সিমলা এলাম তখন দুপুর ১টা। stn থেকে বেরিয়ে চললাম হোটেলের দিকে আমাদের লাগেজ কম থাকায় হেটেই গেলাম। কারন গাড়ী অতো উপরে জায়না। আমার মতে এটিই সিমলার সবচেয়ে উচু জায়গা। এখানেও cpwd এর গ্রান্ড হোটেল online (www.holidayhomes.nic.in)বুক করেছিলাম ২ দিনের ভাড়া ছিলো ৬০০ টাকা। হোটেলটি সিমলা কালীবাড়ির গেটের একদম সামনে। চেক ইন করে ফ্রেশ হয়ে হোটেলের ক্যান্টিনে লাঞ্চ সেরে বেড়োলাম সোজা The Ridze এর দিকে এটি হোটেল থেকে 500 মিটার দূরে, এখানে যানবাহন বর্জিত। রিজ ঘুরে সফ্টক্রিম খেয়ে টাকা 50। এলাম সিমলা চার্চ(এর সামনেই 3idiots মুভির সুটিং হয়েছিল), এখানে খুব ভালো chinise cheez parota পাওয়া যায় টাকা ১২০। সিমলা চুক্তি ভবন ও ম্যাল রোড দেখে আবার রিজ হয়ে এলাম লক্কর বাজার দেখে এলাম সিমলা কালী বাড়ী এখানে রাতের খাবার ৭তার অগে কুপন কাটতে হয়। ডিম ভাত টাকা ৫৫ প্রতিজন (মোটামুটি)। এখানে ডিনার সেরে হোটেল ফিরলাম তখন ৯টা। খুব নির্জন ও চুপচাপ এই বৃটিশ অমলের গ্রান্ড হোটেল। বাইরের বাগানে বেরোলে পুরো শহর টাই দেখা যায়।

৪র্থ দিন:: 15/05/2019
যেহেতু আমরা ২জনই এসেছিলাম তাই লোকাল সাইট সীন দেখার জন্য বাড়ী থেকেই hptdc (www.hptdc.gov.in)এর বাস বুক করেছিলাম জনপ্রতি ৩০০টাকা। এরা কুর্ফি, ফাগু ও নলদেরা ঘোরায়। তাই সকলে কালীবাড়ি থেকে চা ও অলুপরটা ২০টাকা প্লেট সহযোগে রিজের কাছে hptdc এর অফিসে এলাম। এখানে আমার বর্ধমানের এক বাঙালি পরিবারের সাথে আলাপ হয় যে তারাও একই ভাবে ঘুরতে চলেছেন। এদের বাস বা টুরিস্ট বাস ছাড়ে রিজ থেকে অনেক টা নিচে লক্কর বাজার হয়েই হেটে যেতে হয়। প্রথমে গেলাম কুর্ফী বলতে গেলে আপেল বাগিচা ভর্তি এরপর গেলাম ফাগু এখানে একটি ছোট zoo আছে টিকিট ২৫টাকা প্রতিজন লাঞ্চ সেরে এলাম নলদেরা এককলে নাকি হিন্দি সিনেমার অনেক শুটিং একটি গল্ফ খেলার মাঠ আছে বাস থেকে নেমে উঠলাম ঘোড়ার পিঠে ৫০০টাকা জনপ্রতি চায় এরা এটাই নাকি সরকারি রেট। অনেক দরাদরি করে ৪০০তে রাজি হলো(আপনারা চাইলে হেটেই যেতে পরেন)। উপরে গেলে ১০টাকা টিকিট লাগে, সরকারি বাসে এসেছি বলে টিকিট লাগেনি। উপরে গেলে গল্ফ খেলার মাঠটি ভালভাবে দেখা যায় একটি পিকনিক স্পট ও কয়েকটি এডভেঞ্চর আছে যেমন ব্যাম্বু ব্রিজ , জিপ লাইন ক্রসিং ইত্যাদি। একটু সময় কাটিয়ে ঘোড়াতে নীচে নেমে বাস থেকে নামলাম সিমলার সেই বিখ্যাত Hptdc লিফ্ট এর কাছে। ১০টাকা জনপ্রতি করে লিফ্টে করে উপরের ম্যাল রোডে এলাম তখন সন্ধ্যা ৬টা। আবার আজ রিজ এ ঘুরে লক্কর বাজার থেকে কিছু জিনিস ও রাতের ডিনার চিকেন তন্দুরি ও রুটি কিনে হোটেল এ এলাম। আজ ও একটু রাতের দিকে কালী বাড়ীটা ঘুরে এলাম। সত্যি! এতো সুন্দর লাগে এই শহরটি যে ভাষায় বর্ণনা করা যায়না। হোটেলে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিদ্রযাপন করলাম। কালকে সকলে মানালি যাওয়ার বাস আছে যে😊😊

**আপনারা সিমলা বা মানালি গেলে কলকাতার ডালহৌসি এসে ucoবাboi এর কো অপারেটিভ সোসাইটির হোটেল নিতে পরেন দৈনিক ৮০০ থেকে ১৫০০ এর মধ্যে ভালো রুম পেয়ে যাবেন।
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply