Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

power_settings_newLogin to reply
2 posters

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 Empty KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
First topic message reminder :

মুন্নার ভ্রমণ

[You must be registered and logged in to see this link.]

তামিল ভাষায় "মুন" কথাটির অর্থ  "তিন" এবং "আর" হলো "নদী" , তাই স্বাভাবিকভাবেই  বোঝা যাচ্ছে মুন্নার শব্দের আক্ষরিক অর্থই হলো " তিন নদীর দেশ"....... আর তিনটে নদীর নাম........ মুদ্রাপুজাহ,নালাতান্নি ও কুন্ডলা। ১৮১৬- ১৮১৭ সালে Benjamin Dwayne Ward  এই তিন নদীর সঙ্গমস্থলে একটি ক্যাম্প স্থাপন করেন।  প্রথমে ব্রিটিশ রাজ তাদের  ক্যাম্প Sanatorium হিসেবে স্থাপন করলেও,চা এবং কফি চাষের মাধ্যমে মুনাফার চেষ্টা চলে । কিন্তু লাভ তো দূরের কথা ,কোনোমতেই প্লান্টগুলোকে চালিয়ে নিয়ে যাওয়াই যাচ্ছিল না। এরপরে Sir Charles Trevelyan ,তৎকালীন  মাদ্রাজের গভর্নর ,Col Douglas Hamilton কে Sanatorium তৈরির ব্যাপারেই মনোযোগী হতে বলেন। ইতোমধ্যে তিন নদী দিয়ে বহু জল গড়িয়ে গেল ... ... আর ১৯০০ তে মনোরেল ও রোপওয়ে হল .... অনেক চা বাগান, মসলা বাগিচা ও রবার গাছের চাষ শুরু হলো ......... আজ যে সবের একচ্ছত্র অধিপতি টাটা ইন্ডিয়া লিমিটেড। আজ মুন্নার পরিপূর্ণ যুবতী ....... রূপসী,রূপকথার দেশ।
শহর থেকে ১৩ কিমি দূরে এই তিন নদীর সঙ্গমে বাঁধ দিয়ে Pallivasal Hydro Electric Project ও ১২ কিমি দূরে Mattupatty লেক হয়েছে। রংবেরঙের প্রজাপতি ,সবুজ পাহাড় ও শ্যামলা লেকের জলে ঢেউ খেলে। বোটিং এর ব্যবস্থাও আছে।
১৯৭৮ সালে জন্ম নেওয়া Eravikulam বা ১৭ কিমি দূরে রাজামালাই জাতীয় উদ্যান ( ১৯৫০ মিটার ) ।
.......আর এখানেই পাওয়া যায় "ভাড়াই  আড্ডু"  বা Nilgiri Thar বা নীল ভেড়া ,মতান্তরে নীল ছাগল। এটি বিশ্বের সর্বাধিক বিরল প্রজাতির। ১০০ বর্গ কিমি Eravikulam National Park এ এদের বাস।
[You must be registered and logged in to see this link.]

ইকো পয়েন্ট , হানি বি ট্রি আর মরশুমী হাজার ফুলের জন্য আছে ব্লসম পার্ক।
Chinakanal ,Pallivasal ছাড়াও অসংখ্য ঝর্না আছে মুন্নারে।
আপনি যদি পোথামেডু ভিউ পয়েন্ট সূর্যাস্ত না দেখেন তো ,আপনার দারুন একটা দৃশ্য দেখা হলোনা !!!
আর যে বন্ধুরা ট্রেক ভালোবাসেন তাদের জন্য তো আনাই মুডি ( ২৬৯৫ মিSmile আছেই।"আনাই মুডি" কথার অর্থ হলো "হাতির মাথা"।
আচ্ছা.....

[You must be registered and logged in to see this link.]

"নীলা কুরুঞ্জি " নামের কোন ফুল দেখেছেন আপনারা ?
এই ফুল কতবছর ছাড়া ফোটে জানেন ?
শেষ কত সালে ফুটেছিল জানেন ?
এই ফুল কোথায় পাওয়া যায় জানেন ?
উত্তর খুঁজতে চলুন আমার সাথে Top station এ। ভাবছেন সেটা আবার কোথায় ? তাই তো !
এক সময় চা শিল্পের প্রয়োজনে রোপওয়ে এবং মনোরেল চালু হয় মূন্নারে কিন্তু এক সময়ের বীভৎস প্লাবন(১৯২৪)ক্ষতিগ্রস্ত করে রেলওয়ে ,রোপওয়ে কে...... আর তারপরেই সুন্দর সুন্দর রাস্তা বানানোর উদ্যোগ নেওয়া হয় । কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচচ স্টেশন ( ২২০০ মিSmile ও চা বাগান Top S নামেই রয়ে যায়। আর এখানেই  তো প্রতি বারো বছর ছাড়া ছাড়া "নীলা কুরুঁজি" ফুল ফোটে......শেষ ফুটেছিল ২০১৮ সালে। এরপর ২০৩০ এ ফুটবে ..... দেখতে যেতেই হবে কিন্তু !!!
লেক ,ঝর্না, ওয়াটারফলস ও মশলা বাগিচার জন্য মুন্নার তথা কেরালা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে। এখানকার ধারা ম্যাসেজ আপনার হাজারো ব্যাধির উপশম ঘটাবে। ১৮০০ মি উঁচু সীতা দেবী লেকে পিকনিক আর Chippara ও Valara ওয়াটারফলস আপনার আনন্দের   কোনও ঘাটতি রাখবে না এটা জোর দিয়েই বলা যায়।
[You must be registered and logged in to see this link.]

কোন সময় যাবেন:
*****************
মধুচন্দ্রিমা যাপনের সেরা ঠিকানার একটি এই মুন্নার। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য " দক্ষিণ ভারতের কাশ্মীর " নামে খ্যাত এই মুন্নার আপনারা সারা বছরের যে কোনও সময়েই যেতে পারেন। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি আমার মনে হয় বেস্ট। তাপমাত্রা  মোটামুটি ১০- ২৮ ° c  November - February মাসে।
কোথায় থাকবেন :
****************
এই মুহূর্তে আমার কাছে কোনও হোটেলের নাম, ফোন নং নেই ,তাই দিতে পারছি না। তবে সেরকম প্রয়োজন হলে গুগোল খুড়োর হেল্প নেবেন।  আর পেরিয়ার যাবার রাস্তায়,মুন্নার বাজার থেকে একটু এগিয়ে গেলেই অনেক সস্তায় হোটেল পাবেন।
অন্তত দুটো বা তিনটে রাত মুন্নারে না থাকলে আমার মনে হয়  মন  শান্তি পাবে না।
মুন্নার থেকেই সব ট্যুর কমপ্লিট করা যাবে।

কীভাবে ঘুরবেন মুন্নার:
**********************
চারটে প্রধান রুটে আমরা  মুন্নার ঘুরে যেতে পারি .........
১) Mattupatty ডিরেকশন:
এখানে আমরা Subramanya Temple,Rose garden,Carmelagiri Elephant Park ,Mattupetty Dam,Cowboy Park ও Kundala Dam দেখবো।
২) Thekkaddy ডিরেকশন:
এইপথে আমরা দেখব.....
Signal Point /View Point, Idlyhill view point,organic gardens,Lockhart Tea Museum ও Periyar canal Water falls
এটাই বেশিরভাগ টুরিস্ট এনজয় করে।
৩) Adimaly ডিরেকশন::
এই রুটে আমরা দেখে নিতে পারি ....
Pothamedu ভিউ পয়েন্ট,spices plantation ও Chengulam Dam
এবার শেষ যে রুটে আমরা যেতে পারি ........
4) Eravikulam National Park,Anaimudi peak( for trekking specially),Marayur Sandal Forest  ও Muniyar.....


#মুন্নার #ভ্রমণ #Munnar #Tour #kerala

Last edited by Admin on Tue Jul 06, 2021 2:47 pm; edited 1 time in total

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyVandanmedu

more_horiz
Vandanmedu
[You must be registered and logged in to see this image.]
পৃথিবীর সর্ব বৃহৎ এলাচি নিলাম কেন্দ্র । সারা শহর এলাচের গন্ধে ভরপুর । এখানকার এলাচ উৎকৃষ্ট মানের।ব্রিটিশদের তৈরি করা পুরনো বাড়ি গুলি এখন সরকারি আবাসন।ব্রিটিশ রা এখানে বাণিজ্যের স্বার্থে পোস্ট অফিস বসিয়েছিল।

VandanmeduJust 25 kilometers north of Kumily, on the Thekkady-Munnar highway lays a very beautiful destination – Vandanmedu. It is located 27 kilometer away from Thekkady and 85 kilometer away from Munnar. It is quite easy to reach Vandanmedu, which is well connected with buses and taxis from Kumily and Thekkady. Said to be one of the largest auction centres for cardamom, Vandikuzhi is a treat for someone who loves to experience the rich spices of Kerala. A walk through the plantation, enjoying the aroma of cardamom will be the most wonderful experience that you will exclusively get at Vandikuzhi.

There are lot to see at Vandikuzhi, which is a budding commercial destination. This beautiful destination is rich with old buildings and no doubt its serene atmosphere will lure you...

Travel Back to History With the Old Buildings
Coming to the old buildings of Vandanmedu, we can't miss the former anchel office that means post office. Constructed in the early 20th century, this anchel office is considered to be one of the first post offices build by the British during their time. It was in 1892, the first post office in the Idukki district was formed. It was in the Devikulam estate. All these post offices were used by the British to have official communication between the British officials and plantations here.

The road which leads to this post office is known as 'anchal vazhi' and it still exist here. As per the records, before the construction of the Kumily-Munnar State Highway, the timber transportation was mainly done through this Anchalvazhy. Now this post office has been reconstructed as the staff quarters of the postal department.

History says that in the 19th and 20th centuries, more Tamil workers were employed in the plantations of Vandenmeedu, as it was easily connected to the Madras Presidency. Records say that, the village office of Vandenmedu was once the administrative office of the Travancore kings. We all know that then the Travancore Kingdom comprised of most of the parts of the southern Kerala along with the Kanyakumari district and also southernmost pat of the Tamil Nadu.

VandanmeduThen later, after Independence, Travancore joined with Cochin and formed Travancore-Cochin area and then years later Travancore and Cochin merged with the Malabar district of the Madras state and they all together formed to be Kerala State.

Travelling to Vandenmedu can be a travel back to history. Everything here shows glimpses of the history. You can see here a settlement register, which keeps records of that time. Some other buildings here were also used as the administering offices of the cardamom plantations. You can also notice, trenches which were created to prevent wild animals especially elephants, entering into the premises...

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyTHEKKADY

more_horiz
THEKKADY

[You must be registered and logged in to see this link.]


Thekkady in Kerala State, India's largest wildlife sanctuary is a dream destination for any tourist visiting India. The 120 years old 'Surki' dam built across Peryiar, Poorna in Vedic parlance, is a major tourist attraction. This sanctuary is spread over an area of 777 Sq.Kms, surrounded by an artificial lake over an area of 25 Sq.Kms.

The Country's sole Tiger reserve, Thekkady, with its bountiful treasures of tropical flora and fauna is the ultimate reservoir of many an endangered species and a rich tribal culture. Thekkady is a pleasant heaven on earth for those who love nature in its wild manifestations.

Thekkady is placed at an altitude of 700m above the sea level. Located in the Idukki district of Kerala, Thekkady is a perfect retreat for anyone who loves adventure, fun, wildlife and nature. Nestled between the ever-green and semi-evergreen forests of Western Ghats, Thekkady has so many things to offer for the tourists who visit this place. In the biggest wildlife sanctuary, you can sight Asian elephants, bison, sambar deer, boars, tigers, leopards, wild squirrels, lion tailed monkeys etc.

Ferry boats are arranged by the Kerala Tourism Development Corporation and you can enjoy the wildlife and the surrounding nature while having a ride through the river. The sight of herd of elephants is an unforgettable experience. It will take around two hours to complete one boat ride. At the end of the ride you will be able to sight the walls of Mullaperiyar Dam.

Thekkady offers a very peaceful and calm atmosphere. The chill climate of Thekkady will refresh your mind and body. The forest areas around Thekkady is strictly uninhabited by the Forest Department to preserve the Mother Nature. The nearest town to Thekkady is Kumily, which is 4 kilometer apart. You can plan a calm walk though this town. This town is also a place for shopping. You can shop here handicrafts, spices and cloths.

thekkadyDon't miss the elephant rides here at reasonable price. With these rides, you can dwell deep into the forests and enjoy the thrilling experience of sighting wildlife very near. Trekking also can be done with the help of foresters. Thekkady is also blessed with several luxury hotels, resorts and homestays. So, you will not find any difficulty in accommodation. You can enjoy the serene and tranquil atmosphere of Thekkady, while having a stay in this resorts and hotels.

Other than the National Park, you can roam around the places like Murikkady, Chellar Kovil, Anakkara, Mangala Devi Temple etc at Thekkady. To reach Thekkady, you can get down at Cochin or Madurai Airport. Frequent buses are available from there. Nearest railway station is at Madurai and Kochi.

Thekkady is a destination for all season. At any time you can make a visit to Thekkady. But, winter will be the best time to be at Thekkady. The cool and pleasant climate will help you to explore this place beautifully. Most of the festivals at Thekkady take place during winter season. Though summer season will not be a comfortable time for you to visit Thekkady, this will be a time, when you will be getting hotels and resorts in cheap rates. If you want to visit Thekkady without any rush, choose this season. Monsoon is another time to explore the real beauty of Thekkady. If you are a monsoon lover, don't miss this opportunity.

Last edited by Admin on Tue Jul 06, 2021 2:53 pm; edited 1 time in total

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyWelcome To Thekkady, Kerala, India

more_horiz
[You must be registered and logged in to see this image.]

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
আমরা আলোচনা করছি .... মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাধ পূরণের বিভিন্ন ফন্দি ফিকির নিয়ে .......
কেরালা বেড়াতে গিয়ে আমি যা ভুল করেছিলাম তা যাতে আর কেউ না করে ...... তার জন্যই এতো কথা বলছি .....

আব্রাহাম স্পাইস গার্ডেন বলুন, আর যে কোনও স্পাইস গার্ডেন ....... ওরা এত্তো চতুর যে আপনাকে সেই স্পাইস herbs গুলি দেখাবে ,যা ওরা আপনাকে বিক্রি করতে চায় !!!
কেন কিনবেন আপনি?
দাম তো কম নয়,বরং বেশি !
মুন্নার যাবার সময় আমরা প্রায় হাজার চারেক টাকা দিয়ে গাড়ি নিয়ে গেছি ....... এবার আসুন ,চুপি চুপি আপনাদের এমন একটা নতুন পথের সন্ধান দিই যাতে কমবে খরচ,জমবে মজা........
চলুন, Thekkady থেকে একটা অটো ধরে কুমিলি বাস স্টেশনে যাই ....এই একটুখানি সময় লাগবে !......
তারপর সেখান থেকে ভলভো এ সি তে ৩ ঘণ্টা ৫০ মিনিটে ১১৬ টাকা পার হেড দিয়ে চলুন যাই Kottayam ....... কোট্টায়াম থেকে সেমি এসি Vega ফেরি সার্ভিস এ আমি আপনাদের পৌঁছে দেবো ৯০ মিনিটে আলেপ্পী ..... এসি তে ১০০, নন এসি ৫০ টাকা,পার পারসন। কেরালা সরকারের ফেরি সার্ভিসে আরও কম মাত্র ৩০ টাকা মাথাপিছু।
তাহলে ,ভাবুন মাথাপিছু বাসে ১১৬ + ফেরি তে এসি হলে ১০০ = ২১৬ টাকায় আরামে নতুন পথে , উইদাউট বমি ,আপনি নতুন এক পথে দ্রুত Alleppey পৌঁছে যেতে পারবেন এমন এক পথের সন্ধান দিলাম ...
ক্ষতি করলাম ????
প্রতি দুঘন্টা ছাড়া বোট পাবেন ..... বোট সার্ভিস এর ফোন নম্বর .....০৪৭৭-২২৫২৫১০.........
আমি যদি আগে এটা জানতাম !!!!!!
থাকার ব্যাপারে একটা কথা বলে রাখি ......... আগে থেকে কোনও হোটেল বা হোম স্টে বুক করে রাখবেন না । মূন্নারে বাজার ছাড়িয়ে একটু Periyar যাবার রাস্তার দিকে আসুন কম পয়সায় হোটেল,হোম স্টে পাবেন ........ আর Thekkady তে KUMILY রোডে প্রচুর হোটেল ,হোম স্টে ........ গিয়ে দাম দর করে ...... বাথরুম দেখে ........ তারপর নেবেন ..... তবে খাবার বাদে করলেই ভালো হয় ...... কেন বলছি পরে বুঝবেন ....!!!!
যা বলছি সব আপনাদের কম পয়সায় ভালো ট্যুরের স্বার্থেই বলছি.....
এবার আসি খাবারের ব্যাপারে ...
এটা ঠিক যে সাউথ ইন্ডিয়ান কিছু খাবার একেবারে awesome !!
তবে প্রায় সব খাবার ই স্পাইসি ..... আর বেশির ভাগই নারকেল তেলের রান্না , তাই আমাদের বাঙালির জিভে হয়তো একটু কেমন কেমন লাগে .....!!
যাইহোক,
Pachadi,kichadi,pullisery,olan,sambar,varavu,thoran,aviral,patason দিয়ে কলা পাতার ওপরে গরম ভাপ ওঠা ভাত যখন দেবে ....... আপনার কিন্তু ভালই লাগবে ..... এটি হলো কিং of কেরালা ফুড আইটেমস ....
নাম ..... ELA-S-A-DH-YA... ইলা সধ্যা....., আর দাম ....... ৫০০ টাকা ....... হা হা হা....
আর যারা HONEY MOONER তাদের জন্য কিছু পদ ,দাম ও কোথায় খাবেন বলে দিই .....
* MEZBEN তে খাবেন PUTTU AND KADALAI ..... INR 70
** VARSHA তে খাবেন APPAM WITH ISHTU .....INR 175
(Fermented rice flour,coconut milk,coconut water thin pan cake with crispy edges and in ISHTU ......coconut milk,cinamon,cloves,and shallots and also mango pieces and vegetables)
আর একটা খাবার টেস্ট করবেন ....
সেটা হলো ....
DOSA GHEE ROAST WITH KERALA STYLE SAMBAR ..... এটা নাকি পৃথিবীর সুস্বাদু সেরা ৫০ টি খাবারের একটি .... FERMENTED RICE,LENTILS AND WITH PURE GHEE ... দাম INR 100
আর Fort House Restaurant এ কেরালা স্পাইসি prawn curry খেতে পারেন .....INR 725
তবে একটা কথা বলে রাখি .... আপনার পয়সা আছে খান .... শেষে এমন যেন না হয় ORS খেয়েই থাকতে হলো ...
তাহলে আমরা এবার THEKKADY ছেড়ে যাবো ALLEPPEY ......
এখানে আমি একটা সুন্দর সাফারির কথা বলে রাখি ..... আপনারা যখন PERIYAR জঙ্গল সাফারি করবেন তখন রাত্রি 8:30 এর নাইট সাফারি টা করুন...... যদি লাকিলি জ্যোৎস্না রাত পেয়ে যান তো একেবারে ...... চম্পাকলীর মা ..... জমে জম্পেশ .... দারুন দারুন দারুন হবে .... BINOCULAR নেবেন 50 টাকা ভাড়ায়..... আর বৌঠান কে জীন্স T-শার্ট মাস্ট পরাবেন ...... আর আপনি পারলে ধুতি পরবেন ....... হা হা হা.... ওই ১০০ টাকা করে নেবে।
তাহলে জঙ্গল,নদী,পাহাড়,উপত্যকা,লেক,জন্তু জানোয়ার , কফি চা আঙ্গুর স্পাইস বাগিচা দেখে দুদিন শান্তিতে থেকে আমরা ফিরছি আল্লেপি । দু হাজার তিরিশে আমি আসবো টপ স্টেশন মুন্নার এ নীলা করুঞ্জাই ফুল দেখতে ...
আপনারা আসবেন তো ????
ERNAKULAM ঘুরেছি ..... মুন্নার ঘুরেছি ..... আর Thekkady ঘুরলাম ....... এখনও পর্যন্ত আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে, বলুন তো ?
জানি বলবেন ...... মুন্নার , Thekkady .......
একদমই তাই !!!
কেরালা যদি শিব ঠাকুরের আপন দেশ হয় ..... তবে নিঃসন্দেহে Thekkady , Munnar ঠাকুরের নিজের home.....
Sweet Home I love you ......
যাবার সময় যত এগিয়ে আসবে মন খারাপ হতে থাকবে ...... মনে হবে আর ও একটা দিন থাকলে হয় না !!!
নদী,পাহাড় র সবুজে ঘেরা এমন সুন্দর জায়গা দেখার পর আমার তো মনে হয় আমার দেশ ছেড়ে আর কোথাও যাবার দরকার আছে !!!
আমার প্ল্যান আছে একবার শুধু Thekkady যাবার .......
কিন্তু কাল কি হবে কেবা জানে !!!!!!!!
জল বেশি খাবেন,লাইট লাগেজ নেবেন ,চেষ্টা করবেন জঙ্গলে যাবার সময় রঙিন পোশাক না পরতে ...... কেননা বুনোদের যে ওগুলো নাপসন্দ !!
বাড়ির সবাই যেতে পারেন কারুর কোনও অসুবিধে হবে না ..... মনে রাখবেন এই ট্যুরে তাড়াহুড়ো স্ট্রিকটলি নট !!!
সাধারণতঃ একজীবনে দুবার কেরালা বেড়ানো হয় না !!!
যারা শুধু Thekkady আসবেন
**********************
মাদুরাই airport থেকে ১৩৬ কিমি। আর kochin international airport থেকে 190 কিমি। রোডস দারুন, ক্যাব নিয়ে চলে আসুন।
আর যারা ট্রেনে আসবেন Kottayam রেল স্টেশনে নামুন ........ তারপর কি মনে আছে তো সস্তা সুন্দর ভলভো এসি তে 150 টাকায় Thekkady .... হলো না সুন্দর !!!
আজ আর দেরি নয় চলুন আল্লেপী ....
বার বার বলে যাচ্ছি জলে ট্যুর করার সব সময় পূর্ণিমা রাতটা পাবার চেষ্টা করবেন ....... প্ল্যান টা সেভাবে করার চেষ্টা করবেন !!!
তাহলে আর কি আল্লেপিতে দেখা হবে ........ ততক্ষনে তৈরি হয়ে যান ... ক্যামেরা নিয়ে অনেক ফটো তুলতে হবে ..... আর একটা গান মকসো করতে থাকুন ..... যেটা হাউস বোটের ব্যালকনি তে বসে আপনি আর বৌঠান গাইবেন ......
" ম্যায়নে পুছা চাঁদ সে...
কি দেখা হ্যায় ক্যাঁহি .....
চাঁদ নে কহা , চাঁদনী কি কসম
নেহি নেহি নেহি ....

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
এরনাকুলম শহরটিতে তিন কিমি তফাৎ এ তিনটি স্টেশন আছে। এর যে কোনও একটিতে নেমে আপনি সহজেই অটো করে সিটি তে আসতে পারেন । এর্ণাকুলাম বলে যাকে আমরা জানি তা আসলে Ernakulam ডিস্ট্রিক্টেরই একটি ছোট্ট অংশ।
এখানে দেখার অনেক কিছু আছে কিন্তু আমরা সব দেখতে সময় পাবো না , তাই ঠিক করে বেছে নেবো কি কি দেখবো ..... তবে জেনে নিতে দোষ কি ???
Marine Drive ... Kochi
Ernakulathappan( Shiva) Temple
Durbar Hall Ground
Mangalavanam Bird Sanctuary
Bolghatty palace
Wonderla kochi
Fort kochi palace
Chinese Fishing Net
etc....

চেষ্টা করবেন পুজো স্পেশাল ট্রেন অ্যাভয়েড করতে....... কুত্তার মতো ওই ট্রেনকে রাস্তায় ফেলে রাখে,বেশির ভাগ সময়।
চেষ্টা করবেন বাড়ির খাবার নিয়ে যেতে।কেননা ঐ ট্রেনে খাবার থাকে না,বা থাকলেও একদম বাজে ...... কস্টলি।চেষ্টা করবেন 3A তে যেতে ..... মিনিমাম। আর হালকা খাবেন ...... জলটাও (অন্ততঃ যাবার সময় ) ক্যারি করবেন,যতটা পারেন। টানা টিকিট পেলে ভালো,না পেলেও কান্নাকাটি করবার কিছু নেই। চেন্নাই সেন্ট্রাল বা এগমোর পর্যন্ত গিয়েই AC WAITING হলে টিকিট নিয়ে ,ফ্রেশ হয়ে যাবেন ........ আবার বলছি বাড়ির খাবারই খান ..... হাসবেন না !!!মুড়ি,রুটি ,চিঁড়া ভাজা খাবেন ।
** চেন্নাই পৌঁছে ,নিশ্চয়ই রাতের ট্রেনে এর্ণাকুলম যাবেন .....তাই বিশ্রাম নিন। ওভার নাইট জার্নি ..... তাই AC টিকিট দরকার নেই। খরচ বাঁচান। কেরালা ট্যুর এমনিতে তিন জনের একটা ফ্যামিলিতে হাফ সেঞ্চুরি লাগবে,যদি দুটো ফ্যামিলি না থাকে। ১৪ দিন হলে ভালোভাবে কভার হবে। এর্ণা টু কেপ।
যা বলছি মানবেন ....... ভালো হবে।
টিকিট যদি দেখেন কনফার্ম হয়নি,ওই (চেন্নাই টু এরনা) তাহলে কারেন্ট রিজার্ভেশন পাবেন অ্যাপে ( irctc) লক্ষ্য রাখুন। ফেরার টিকিট টানা কন্যাকুমারী থেকে না পেলেও অ্যাডজাস্ট করে ভিল্লুপূরম থেকে কাটুন।ওদিকটা চলে আসুন রাতে। ভিল্লুপূরম থেকে আসার টা AC কাটবেন। আর যদি রামেশ্বরম, মাদুরাই যেতে চান ...... আলাদা কথা। যাবেন ..... তবে রামেশ্বরমে গিয়ে হোটেল দেখে বুক করবেন ...... বার বার বলছি ..... গাড়ি বা রুম অ্যাডভান্স বুক করতে হবে না। আমি করেছিলাম ...... উল্লু বনেছি। গিয়ে সব পাবেন ....... কম খরচে হবে । না হলে অতি চালাকের গলায় দড়ি হবে।নিজে সব করবেন ..... দালাল ধরবেন না।
*** এর্ণাকুলম এ তিন কিমি তফাতে তিনটে স্টেশন আছে । আপনি যে কোনও স্টেশনে নেমে এর্ণাকুলম সিটি তে যান,অটো তে। Ernakulam ,kochi ,Cochin সব এক। Ernakulam ডিস্ট্রিক্ট এ ৫৩ টা স্টেশন আছে। Ernakulam, FORT KOCHI সব কাছাকাছি জায়গা। KOCHI র anglicised নাম কোচিন। KOCHI খুব ঘিঞ্জি শহর। সব সময় দাম দর করবেন। না হলে বুদ্ধু হয়ে যাবেন।
**** এর্ণাকুলোমে বেশির ভাগ হোটেলে ওড়িয়ারা কাজ করে ,তাই ওরা বাংলায় বললেও বোঝে। তবে স্থানীয়রা বরং ইংলিশ পছন্দ করে,তবে হিন্দি ভালোবাসে না। হোটেলে ঢুকে দেখে ,দাম দর করে নেবেন। প্রথম থেকেই একটু টিপে চলবেন,না হলে শেষে ক্যাশ কুলোবে না।গাড়িও নিজে করবেন , হোটেলের লোককে বেশি পাত্তা দেবেন না।
***** এরনাকুলোমে তথা পুরো কেরালাতে মাছ ভাত পাবেন। তবে চাল টা একটু মোটা। কারী মানে ওই মসলা দেওয়া গ্রেভি টা খাবেন না ,না হলে পরের দিন বোরোলিন দরকার হবে। বাচ্চার জন্য বলে ,নিজেও খাবেন ...... আলু সেদ্ধ, তেল দিয়ে,পেঁয়াজ দিয়ে মেখে। না হলে শেষের দিকে শুধুই যাবেন... আসবেন।
**** ** এখানকার বিখ্যাত পাম্পরাই বা পাকা কলার চপ ,একদম মুখে দেবেন না ...... থু থু করে ফেলতে হবে।
******* এরনাকুলম থেকে ব্রাসিলিকা, ফোর্ট কোচি, মাত্তানচেরি সব বোটের টিকিট কেটে ঘুরবেন ..... ওরা বোটে লাঞ্চ দেবে .... ওটা ভালো। লাঞ্চ বাদে টিকিট কাটবেন না।
******** নারকেল তেল ছাড়াও রান্না হয়,তবে খাবারে নারকেলের আধিক্য বেশি। যতটা সম্ভব ইডলি , ধোসা খাবেন,জল কিনেই খাবেন। সর্বত্র মাছ, ভাত,ডিম পাবেন। চিকেন , মাটন এড়িয়ে চলুন। আপনি খেতে যাননি ,বেড়াতে গেছেন মনে রাখুন।
*********আমার পছন্দের রুট বলে দিচ্ছি ,ডিসটেন্স চার্ট ছবির সঙ্গে দেবো।
Ernakulam....... Munnar...... Alpuzah ...... Trivandrum ..... Kanyakumari অ্যান্ড ব্যাক।
কেরালার রোড খুব ভালো পুরোটা বাসে ঘুরলেও কোনও অসুবিধে নেই। খরচ কম হবে,তবে ট্রেনে ট্যুর করতে অযথা সময় নষ্ট হবে..... কোভালাম বীচে কিছু কিনতে যাবেন না।থাকবেন।
মুন্নার এর জন্য গাড়ি করাই ভালো। ডাব খাবেন। মুন্নার যেতে যেতে দাঁড়ালে জোঁকএর কথাটা খেয়াল রাখবেন। রাস্তায় মাইনাস করার সময়ই হয়তো অ্যাটাক করবে, মুন্নারে গিয়ে খেয়াল করবেন ..... ততক্ষনে আপনি রক্ত শূন্য.... হা হা হা।
************ কোচি থেকে মুন্নার যাবার সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ,দেখে দেখে যাবেন ..... রাস্তা খুব একটা চড়াই নয়..... দারুন সুন্দর ।
কেরালা যদি স্বর্গ হয়,তবে মুন্নার নন্দনকানন। মুন্নার না যেতে পারলে ,কেরালা ট্যুর করবেন না, দীপুদা তেই সন্তুষ্ট থাকুন।
************ দুটো ফ্যামিলি নিয়ে কেরালা যান,তবে যেন সমমনস্ক হয়,না হলে কেরালা না গিয়ে খালে বেড়াতে যাওয়া ভালো। আর একা গেলে ফিরে এসে খেতে জুটবে না,এত খরচ হবে।
ওসব কার কত দৌড় আমার জানা আছে.....
************ কেরালাতে শর্টস পরতেই পারেন,তাই পরে নারীপুরুষ প্রকাশ্যে ঘুরতেই পারেন ....... তবে ওরা একটু জরিপ করবে ..... ভদ্র মহিলারা লজ্জা পাবেন না যেন ...!!
**************** দিন লাগবে ...
Ernakulam ...২ রাত
মুন্নার ..... ২ রাত
আল্পুজা ..... ১ রাত
Trivandrum .... ২ রাত
কন্যাকুমারী ... ২ রাত
হাওড়া ... কন্যাকুমারী যাতায়াত ....
(ব্রেক জার্নি) ...৪ রাত
বাফার ( এক্সট্রা) .... ১ রাত
.................................................
মোট = ১৪ রাত
একটা হিসেব দিলাম সময়ের। খরচ কমবেশি .... তিন বা চার জনের ফ্যামিলির ...... হাফ সেঞ্চুরি।

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
বর্ষার কেরালা, শীতের কেরালা এবং গৃষ্মের কেরালা; ৩টি সিজেনের মধ্যে আমরা এই ভরা গরমেই ঘুরেছি; ফলে খরচও তুলনায় কম হয়েছে; শুরুটা চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে রাত্রি ৮টা ৫০-র আলেপ্পি এক্সপ্রেস দিয়ে হয়; এর্নানাকুলাম জংশনে ট্রেন পৌঁছায় সকাল ৯টা ১৫তে; স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথে কে.এস.আর.টি.সি. (কেরালা সরকারি বাস পরিসেবা)বাস টার্মিনাস ১০ মিনিট মত; পৌঁছেই টিকিট কেটে নিই; প্রতি ৩০মিনিট অন্তর বাস আছে মুন্নারের; আমরা ১০:৩০-এর বাস ধরে যাত্রা শুরু করি; এই জায়গাটা গরমে কলকাতার মতই; ফলে বেশ গরম লাগতে শুরু করে; আমরা বাসের ডান দিকে জানলার ধার ধরে বসলাম ভাল ভিউয়ের জন্য।
শহর ছাড়িয়ে বাস আস্তে আস্তে সবুজে মোড়া প্রকৃতির মধ্যে দিয়ে যেতে শুরু করলো; সরু রাস্তা আর কিছু পর পর ছোট ছোট বাড়ি পেরিয়ে আমরা এগিয়ে চললাম মুন্নারের উদ্দেশ্যে; ঘন্টা খানেক পর বুঝতে পারলাম আমরা পাহাড়ের উপর দিকে চলেছি; প্রকৃতি রূপও খানিক বদলাতে দেখলাম; গাছের সারির আর ঘনত্ব বাড়তে লাগল; মুন্নারের উচ্চতা ৫০০০ ফুটের দরুন আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা; প্রায় সাড়ে ৪ ঘন্টা পর আমাদের বাস পৌঁছালো দক্ষিনের কাশ্মীর অর্থাৎ মুন্নারে।
এক পশলা বৃষ্টির ফলে ঠান্ডাটা বেশ বেড়ে গেল; ছোট্ট বাজারের মধ্যে বাস নামিয়ে দিতেই চারপাশটা চোখ বুলিয়ে নিলাম; টুরিস্টের ভিড় একদম নেই; আমরা বেশি দূরে না গিয়ে বাজারের নতিদূরত্বে একটা হোটেলে উঠলাম; দূর্দান্ত ভিউ সহ রুমের ব্যালকনি থেকে দূরে পাহাড়ের মধ্যে দিয়ে সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা; দুপুরের খাবার খেয়ে মুন্নারের লোকাল বাজার এবং কাছের পাহাড়গুলো ঘুরেতে শুরু করলাম; সবটাই হেঁটে; প্রথম দিন পোথামেডু ভিউ পয়েন্ট থেকে আমরা সূর্যাস্ত দেখলাম এবং একটা ছোট্ট চকলেটের দোকান থেকে হোম মেড চকোলেট এবং অর্গানিজ টি সহযোগে সূর্যের রাঙা আভায় ভরা পরিবেশ উপভোগ করলাম; সন্ধ্যা নামার আগে হেঁটে হেঁটে ফিরে এলাম হোটেলে।
।। মুন্নারে প্রধান ঘোরার যায়গা ।।
ক) মাট্টুপেট্টি ডিরেকশনঃ এই দিকের ঘোরার জায়গাগুলো সবচেয়ে বেশি পরিচিত; এখানে প্রধান দেখার জায়গাগুলো – ১) রিপিল টি মিউজিয়াম ২) টপ স্টেশন ৩) ইকো পয়েন্ট ৪) মাট্টুপেট্টি ড্যাম ৫) রোজ গার্ডেন ৬) কারমেলাগিরি এলিফ্যান্ট পার্ক ৭) কুন্ডালা ড্যাম এবং ৮) টি গার্ডেন ফটো পয়েন্ট।
খ) থেকেড্ডি ডিরেকশনঃ ১) সিগন্যাল ভিউ পয়েন্ট ২) লকহার্ট টি মিউজিয়াম ৩) লকহার্ট গ্যাপ ভিউ পয়েন্ট ৪) পেরিয়াক্যানাল ওয়াটার ফলস ৫) দেভিকুলায় শ্রী আয়াপ্পান টেম্পল ৬) অর্গানিক পার্ক ৭) আনায়ির‍্যাঙ্গার ডাম
গ) কোয়েম্বাটুর ডিরেকশনঃ ১) এরাভিকুলাম ন্যাশনল পার্ক ২) আনামুদি পিক ৩) মারায়ুর স্যান্ডেল ফরেস্ট ৪) লাক্কান ওয়াটার ফলস ৫) টি মিউজিয়াম ৬) অ্যাপেল গার্ডেন ৭) ভাগাভারায় ভিউ পয়েন্ট
ঘ) আদিমালি ডিরেকশনঃ ১) পথামেডু ভিউ পয়েন্ট ২) চ্যায়াপারা ফলস ৩) চিঙ্গুলাম ড্যাম ৪) স্পাইস গার্ডেন
।। কে.এস.আর.টি.সি. বাসে সাইটসিয়িং ।।
আমরা প্রথম ডিরেকশনের দিকেই বেরিয়েছিলাম; একে টপ স্টেশন ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে; সকাল ৯টায় বাস ছাড়ে; প্রথমে রিপিল টি গার্ডেনে নিয়ে যায়; এখানে চা তৈরির প্রসেস এবং তা কেনার ব্যবস্থা আছে; মিউজিয়াম হলেও মূলত এটা একটা টি ফ্যক্টরি এটা; পাশের চা বাগানে ঘোরা ছবি তোলা ইত্যাদি এখানে প্রধান আকর্ষন; এখানে আধঘন্টা থেকে বাস চলল টপ স্টেশনের দিকে; এই রাস্তাটা অপূর্ব; দুপাশ জুড়ে চা বাগান বিস্তৃত আর দূরে পাহাড়ের সারি; বাস চলে এঁকে বেঁকে; কিছুটা দূরে গিয়ে কিছুক্ষনের জন্য বাস দাঁড়ায়; এই জায়গাটা ফটো পয়েন্ট হিসেবে খ্যাত; বিস্তৃত সবুজের সারি শুধু চা বাগান; টুরিস্টের ভিড় না থাকলেও লোকাল মানুষজন কাঁচা আম, পেয়ারার পসরা নিয়ে বসেছেন; এর পরে একেবারে পৌঁছায় টপ স্টেশনে; মুন্নার শহর থেকে ৩৪ কিমি দূর পাহাড়ের মাথায় সর্বোচ্চ উচ্চতায় এক ভিউ পয়েন্ট; এখান থেকে ১৮০ ডিগ্রি ভিউয়ে বিস্তৃত পাহাড় আর দূরে ছোট্ট গ্রামের ঘর দেখা যায়;
আমারা গরমের মধ্যে গেছিলাম কিন্তু সূর্জের তেজ একদম ছিল না; তার উপর মেঘ করে চারপাশটা কালো করে এক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করে অসাধারণ এক ল্যান্ডস্কেপ তৈরি করে; দূর থেকে মেঘের বয়ে চলা আর পাহাড়ের মাথা সেগুলোয় ঢেকে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে প্রায় এক ঘন্টা কেটে গেল; এখানে অন্যান্য হিল স্টেশনের মতই ছোট ছোট দোকানের সারি; হোম মেড চকোলেট, অর্গানিক জিনিষপত্তর, এবং ফলের পসরা সাজিয়ে আছে লোকাল লোকজন।
।। ঘাসের চাদরে লাঞ্চ ব্রেক ।।
বাসের টিকিট কাটার সাথে প্যাকড লাঞ্চ অর্ডার করা যায়; আমরা কেরালার বিখ্যাত ফিস কারি মিল অর্ডার করেছিলাম; এছাড়াও ডিম, ভেজ মিল ওর্ডার করা যায়; ফেরার পথে কিছুদূর এসে বাস থামল একটা ছোট ভ্যালি মত জায়গায়; সরু জলের ধারা বয়ে চলেছে আর পাশে সবুজের উপর গরু চরে বেড়াচ্ছে; আমরা রাস্তার ধারে বসলাম দুপুরের খাবার খেতে; আহা... অপূর্ব সেই অনুভূতি; বেশ সুন্দর আয়োজন এই সরকারি বাস সার্ভিসের; দুপুরের খাওয়া সেরে চললাম পরের পয়েন্টগুলোর উদ্দেশ্যে।
।। ইকো পয়েন্ট ও মাট্টুপেট্টি ড্যাম ।।
একটা বিস্তৃত ঝিলের পাশে লোকজন এসে জোরেরেরে চিৎকার করছে আর বিপরীত দিকের পাহাড়ে ধাক্কা লেগে তা ফিরে আসছে; ঝিলটা খুব বড় না হলেও বেশ লম্বাটে; স্থানীয় কিছু ছেলে আবার সাইকেল নিয়ে চলে এসেছে; মাছ ধরছে; সাদা কাস্ফুলের মত মেঘ উপরে ভেসে বেড়াচ্ছে আর তা স্বচ্ছ জলের উপর পড়ে অপূর্ব দৃশ্যায়ন তৈরি করেছে; এখানে কিছুটা সময় কাটিয়ে চললাম পরের ড্যামের উদ্দেশে; ১৯৫২ সালে কেলারা সরকারের তৈরি মাট্টুপেট্টি ড্যাম বেশ বিখ্যাত; এখানে দুটো ইলেকক্ট্রিক পাওয়ার স্টেশন আছে যা কেরালার ইলেক্ট্রিক সাপ্লায়ার; বেশ বড় ড্যাম; তিন রকমের বোটিং হচ্ছে দেখলাম; একটা স্পিড বোট, আরেকটা একসাথে অনেকজন মিলে বড় বোট এবং একটা ছোট প্যাডেল বোট; এখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাওয়ায় আমাদের সকলেরই এনার্জি প্রায় তলার দিকে, ফলে আর বোটিং না করে ড্যামের ধারে বসে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম।
।। মুন্নার শহর ও লোকাল মার্কেট ।।
এমনিতে বেশ ভিড় থাকে এখানে; কিন্তু পরিস্থির চাপে ঘুরতে আসার মানুষের চাপ একদম কম; উটি বা কোডাইকানালের মত এই হিল স্টেশনেও চকোলেট আর ভেষজ ঔশধি পাওয়া যায়; তবে এখানে বিভিন্ন মশালা বেশ সস্তায় পাওয়া যায় যা কেরালার উপরি পাওনা; রাস্তার ধারের দোকান ছাড়াও মার্কেটের মধ্যে একাধিক দোকান দেখলাম এসব সাজিয়ে রখেছে; সকাল থেকে দোকান খুললেও রাত্রি ৮টার মধ্যে দোকানপাট সব বন্ধ হতে শুরু করে; খাবারের দোকান খুব বেশি নেই ঠিকই তবে খাবার দাবার বেশ সস্তায় লেগেছে; দক্ষিণের প্রায় সবরকম খাওয়ার এখানে দেখলাম; আমরা ঘুরে ঘুরে বেশ কয়েকটা দকান থেকে খেয়ে দেখলাম বেশ ভালই খাবারের মান; সব মিলিয়ে দুরাত এখানে বেশ কাটল।

।। দুই রাত মুন্নারে খরচ ।।
১) এর্নাকুলাম - মুন্নার বাস: ১৪৪টাকা
২) হোটেল: ৯০০টাকা/রাত্রি
৩) রাত্রের খাবার(নন ভেজ): ১২০-১৫০ এর মধ্যে
৪) সাইটসিয়িং বাস: ২৫০টাকা
৫) ব্রেকফাস্ট (ইডলি, বড়া ও কফি): ৫৫টাকা
৬) প্যাকড ফিস কারি মিল: ১২০টাকা
৭) ডিনার (স্ট্রীট ফুড): ১৫০ এর মধ্যে
এছাড়া সারাদিন স্থানীয় চকোলেট, চা ইত্যাদির আলাদা খরচ আছে।


#kerala #keralatourism #keralagodsowncountry #keraladiaries #কেরালা

#সস্তায়_কেরালা_ভ্রমণ
#অফ_সিজেনে_কেরালা

Our journey starts form Chennai. We take night train that cost 245 rupee. From Ernakulam station to KSRTC bus depot is just 5 min walking. We walk throug and catch 10:30 AM bus towards Munnar. It tooks 5 and half hour to reach. We stayed just near the Bazar area. From here to KSRTC Bus depot is 15 min walking or Auto fare is 30 rupee.
First day we visited nearby Sunset point and tea garden. Second day we went through KSRTC Sightseeing Services. It started at 9AM and ends at 5PM. For this packages contains:
1) Tea Museum
2) Tea Garden Photo Point
3) Top Station View Point
4) Kundala Dam
5) Echo Point
6) Film Shooting Point
7) Mattupetty Dam
Cool Forest Flower Garden

Cost for one:
Ernakulum - Munnar Bus: 144/-
Double Bed - Hotel: 900/-
Sightseeing Bus: 250/-
Fish Curry Meals: 120/-
Dinner (Street Food): Up to 150/-

#Kerala_Tour #Munnar_Tour #Two_Night_Munnar #Budget_Tour #Ernakulam #Munnar #Kerala #keralatourism #keralatouristbus #keralatouristbusmod #keralatourplan #keralatouristbusdriveinets2 #keralatouristbusinets2 #keralatouristbuswhatsappstatus #keralatouristbusgame #keralatouristbusmassdrive

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
।। সস্তায় একমাত্র উপায় পাবলিক বাস ।।
আজকের জার্নি একটু কাটা সার্ভিস করেই; কারণ সস্তায় পাবলিক ট্রান্সপোর্টের বিকল্প কিছু নেই; মুন্নার
থেকে থেকেড্ডির সরাসরি বাসটা বাতিল হওয়ায় আমরা ভেঙে ভেঙে চললাম পাহাড় থেকে নেমে
আরেক টাউনে; মুন্নার থেকে আদিমালি বাসে; আদিমালি থেকে কাট্টাপান্না বাস এবং এখান থেকে
কুমলির বাস; পুরো রাস্তাটা অপূর্ব; কোথাও শুধুই পাহাড় আবার কোথাও শুধুই জঙ্গল; মুন্নারের ঠান্ডা
থেকে যত নিচের দিকে নামতে থাকি, আবহাওয়া বদলাতে থাকে; তবে থেক্কেডি খুব গরমের যায়গা না।
।। সস্তায় থাকার খোঁজ ।।
কুমিলি কে. এস. আর. টি. সি বাস স্ট্যান্ড থেকে আমরা নেমে এদিক ওদিক তাকিয়ে কোন হোটেলের
দেখা না পেয়ে ইন্টারনেটের উপর ভরসা করলাম; জিপিএস দেখে হেঁটে একটু ভেতরের দিকে যাচ্ছি,
পথে একজন আটোওয়ালা আমাদের চোখ মুখ দেখে বুঝতে পেরে বললেন, তার এক হোমস্টে আছে;
যদি আমরা চায় তো তিনি দেখাতে ইচ্ছুক; গেলাম দেখলাম; খুবই পছন্দ হয়ে গেল; একেবারে
পেরিয়ার ন্যাশনাল ফরস্টের গায়েই তার নিজস্ব বাড়ি; এরকম মনোরম পরিবেষের খোঁজই আমরা
করছিলাম।
।। থেকেড্ডিতে প্রধান ঘোরার যায়গা ।।
১) পেরিয়ার রিজার্ভ ফরেস্ট
২) জিপ সাফারি
৩) বোট সাফারি
৪) ব্যাম্বু র‍্যাফটিং
৫) এলিফ্যান্ট সাফারি
৬) কালারিপাট্টু শো
৭) কথাকলি শো
৮) অর্গানিক ফার্ম
এছাড়াও পেরিয়ার ফরেস্টে ট্রেকিং করা যায়।
।। জঙ্গল এবং জিপ সাফারি ।।
এখানের মূল অকর্ষন হচ্ছে পেরিয়ার; অজস্র প্রজাতির গাছ এবং পাখির দেখা মেলে এখানে; যদিও
সংখ্যায় খুব কম (মাত্র ২০টি) বাঘ আছে তবুও এখানের বাঘ নাকি বিখ্যাত; এছাড়াও হাতি, বাইসন,
ভাল্লুক এবং ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরাল-এর দেখা মেলে এখানে; আমরা বাইসন আর স্কুইরাল ছাড়া অন্য
কিছুর দেখা পায়নি; গাড়ি যে পথে চলে সেখানে পশুর দেখা পাওয়া খুবই দুষ্কর; এখানে প্রায় ২২৬
প্রজাতির পাখির দেখা মেলে; মালাবার জায়ান্ট হর্নবিল, নীলগিরি উড পিজিয়ন, নীলগিরি ফ্লাই
ক্যাচারের মত দুর্লভ পাখির দেখা কিন্তু এখানে পাওয়া যায়; প্রায় ১৬০ রকমের প্রজাপতির দেখা
পাওয়া যায় এই জঙ্গলে; ইদুক্কি জেলায় অবস্থিত এই জাতীয় উদ্যান কিন্তু প্রকৃতি প্রেমীর জন্য আদর্শ
যায়গা; আমরা পৌনে চার ঘন্টা জিপ সাফারি করি; জঙ্গলের মধ্যের রাস্তা অত্যন্ত খারাপ উঁচু নিচু
হওয়ার জন্য বেশ সমস্যা হতে পারে কিন্তু বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে যে অপূর্ব দৃশ্য চোখে পড়ে তা
এক কথা অপূর্ব; আমরা শেষ পিকে পৌঁছানোর পর কালো মেঘ আর বৃষ্টি মিশ্রিত মেঘ চারপশ ঢেকে
ঠান্ডা করে দেয় কয়েক মুহুর্তের মধ্যেই; সেই ভিডিও আমরা ফ্রেমবন্দী করেছিলাম; চাইলে দেখতে
পারেন ভিডিওটি।
।। ভারতের পুরনোতম ফোক ফর্ম ।।
কেরালা এলে এই একটা মজা; ঘোরা যেমন হয় সাথে বিভিন্ন ফোক ফর্মের দেখা মেলে; থেকেড্ডির
বিখ্যাত কালারিপাট্টু দেখার সৌভাগ্য আমাদের হয়; এক ঘন্টার একটা শোর টিকিট কেটে পৌঁছে যায়
আমরা; বলা হয় এর ইতিহাস প্রায় ৩০০০ বছরের পুরনো; অন্যদিকে কথাকলির জন্মও এই কেরালায়;
ভারতীয় নাট্যশাস্ত্র থেকে উদ্ধৃত টেক্সট থেকে স্ট্রোরি প্লের মাধ্যমে যে নাচের আবির্ভাব তা ভারতের
পুরনতম ক্লাসিক্যাল ফর্ম; দু ঘন্টার প্রত্যেকটি শো আমাদের অবিভূত করে; সেই শো রেকর্ড করার
পার্মিশন নিয়েছিলাম আমরা; বেশ কিছু ক্লিপিং ভিডিওতে তুলে ধরলাম।
থেকেড্ডি জায়গাটা গ্রাম না; আবার শহরও না; ঘুরে ঘুরে দেখছিলাম; লোকাল বাজারে বিভিন্ন ভেষজ
জিনিসপত্রের সমাহার; সেরকমই একটা দোকানে বাংলা সাইন বোর্ড দেখে দাঁড়িয়ে গেলাম; সুদুর
দক্ষিনেও নিজের ভাষার দেখে পাওয়ার কি আনন্দই না হচ্ছিল; এই অঞ্চল ভারতবর্ষের ভেষজ চাষের
জন্য বিখ্যাত; এবং সমস্ত রকমের মশালাও পাওয়া যায় এখানে; তবে এলাচের চাষ এই অঞ্চলে একটু
বেশি পরিমানেই হয়ে থাকে; রাস্তায় আসার সময়ে মাইলের পর মাইল সেই চাষ দেখছিলাম।
থেকেড্ডিতে আরেক লোভনীয় পেরিয়ার লেকে বোট সাফারি; একটা বোটে সামান্য কয়জন উঠে
একটা ঘন্টা ঘুরতে পারবেন; সাথে দেখা মিলবে জংলী জন্তুর; আগে থেকে টিকিট কাটার ব্যবস্থা
থাকলেও নির্দিষ্ট সময়ে বুকিং করতে হয়; বোটিং এর সময়গুলো এরকমঃ 7:30-9:00, 9:30-11, 11:15
-12:45, 1:45-3:15, 3:30-5। এছাড়া এলিফ্যান্ট সাফারি এবং বাথিং বেশ মজার। আমরা অবশ্য দূর
থেকে দেখেই মজা নিই; সময়ের অভাবে বেশ কিছু এক্সপ্লোর করা গেল না; একদিনের জন্য থেক্কেডি
ঘোরার জন্য আদর্শ বলাই বাহুল্য।

।। এক রাত্রি থেকেড্ডিতে খরচ ।।
১) মুন্নার - থেকেড্ডি বাস: ১৮০/-
২) হোম স্টে: ৬০০/-
৩) জিপ সাফারি: ২০০০/-
৪) কেরালা ফিস স্পেশাল মিল: ৩৫০/-
৫) কথাকলি শো: ২০০/-
৬) কালারিপাট্টু শো: ২০০/-
৭) পেরিয়ার বোট সাফারি: ৩৮৫/-
৮) এলিফ্যান্ট সাফারি: ৪০০/-
৯) অর্গানিক গার্ডেন এন্ট্রি: ১০০/-
১০) রাত্রের খাবার: (স্ট্রীট ফুড) ১২০/-
এছাড়া চারপাশে টুকটাক মুখরোচক খাবারর আলাদা খরচ আছে।


Kerala Tour | Munnar Travel Guide | One Day Sightseeing

4 Night 5 Days Kerala Tour consists of Munnar-Thekkedi-Allepy-Kochi.
Our journey starts form Chennai. After Munnar we travel here through KSRTC Bus. Here in Thekkedi main attracting is Jungle safari in Periyar National Reserve Forest. We explore the town with a Jeep and spent 4 hours inside the jungle trail.

Other than nature, we went to India's oldest folk form show - Kalaripattu & Kathakali. One hour each show made us spellbound. How the best folk form still remain as it is we saw.

Main Attraction:
1) Jeep Safari
2) Bamboo Rafting
3) Boat Safari
4) Periyar Reserve Forest
5) Kathakali Show
6) Kalapattu Show
7) Elephant Safari

Cost for one:
1) Munnar - Thekkedi KSRTC Bus: 180/-
2) Homestay: 600/-
3) Jeep Safari: 2000/-
4) Lunch (Kerala Fish Special): 350/-
5) Kathakali Show: 200/-
6) Kalaripattu Show: 200/-
7) Periyar Boat* Safari: 385/-
Cool Bus Safari: 100/-

*Boat Timings: 7:30-9:00, 9:30-11, 11:15-12:45, 1:45-3:15, 3:30-5

#Periyar_Forest #Thekkedi #Jeep_Safari #Budget_Tour #Ernakulam #Munnar #Kerala #keralatourism #keralatouristbus #keralatouristbusmod #keralatourplan #keralatouristbusdriveinets2 #keralatouristbusinets2 #keralatouristbuswhatsappstatus #keralatouristbusgame #keralatouristbusmassdrive

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
।। থেকেড্ডি থেকে কোট্টায়াম ।।
থেকেড্ডি থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম আলেপ্পির উদ্দেশ্যে; তবে সরাসরি আলেপ্পি না গিয়ে আমরা বাসে করে পৌছালাম কোট্টায়াম; সরকারি বাসে পৌঁছাতে সময় লাগলো ৪ ঘন্টা; কোট্টায়াম বাস স্ট্যান্ড থেকে হেঁটে ফেরি স্টেশন পৌঁছাতে সময় লাগবে ১২ মিনিট মত; আমাদের পরের যান এখান থেকেই; কিন্তু দুর্ভাগ্যবশত ফেরি এখানে সেদিন বন্ধ ছিল ফলে অন্য ব্যবস্থা করতে হল; স্টেশন মাস্টারের সাথে কথা বলে রওনা দিলাম পরের ফেরি স্টেশনের উদ্দেশ্যে; তবে যারা আলেপ্পি পৌঁছাতে চান তাদের উদ্দেশ্যে এই টাইম টেবিল দিলামঃ
সকাল ৬:৪৫
বেলা ১১টা ৩০মিনিট
দুপুর ১টা
দুপুর ৩টে ৩০ মিনিট
বিকেল ৫টা ১৫ মিনিট
আলেপ্পি যাবার সবচেয়ে ভাল টাইমিং বেলা ১১টা ৩০ বাঁ দুপুর ১টার কিন্তু যদি পথে সূর্যাস্ত দেখতে চান তাহলে ৩টে ৩০ এর ফেরি নেওয়া সবচেয়ে ভাল।
।। ব্যাক ওয়াটার মাত্র ২৮টাকায় ।।
বাসে করে আমরা পৌঁছালাম পরের ফেরি ঘাট কাঞ্জিরামে; এটা একটা সুন্দর গ্রাম; নীল আকাশের মধ্যে সূর্যের রশ্মীতে বেশ গরম লাগতে শুরু করছে; খাঁ খাঁ দুপুরে গ্রামের মধ্যে দু একজন ছাড়া কাউকেই চোখে পড়ল না; সবুজ কচুড়ি পানায় ভর্তি একটা জলের ধারা বয়ে গেছে গ্রামের মধ্যে দিয়ে; এর মধ্যে দিয়েই চলবে লঞ্চ; যা কেরালার বিখ্যাত ব্যাক ওয়াটার সার্ভিস; হাতে অনেকটা সময় ফলে হেঁটে ঘুরে দেখতে লাগলাম চারপাশটা; দুপাশে মানুষের বাস; প্রত্যেকটা ঘরই পাকা বাড়ি; আর প্রত্যেকেরই ঘরের সামনে একটা করে ছোট্ট জলযান রাখা; কারণ এটাই এখানের একমাত্র যাতায়াতের উপায়; এদিও ওদিক করতে করতে আরও ৩ জন যাত্রি লঞ্চ ঘাটে এসে উপস্থিত হলেন; খানিক বাদে একদম ৪টে ১৫তে লঞ্চ এসে উপস্থিত হল; এটাই কেরালা সরকারের ফেরি সার্ভিস।
কচুড়িপানা আর অসংখ্য হাঁসের সারি ঠেলে লঞ্চ এগিয়ে চলে; দুপাশে চোখে পড়ে মানুষের বসতি; অলস দুপুরে দাওয়ায় বসে অবসর যাপন; ভাবছিলাম এই মানুশগুলোর জীবনযাত্রা ঠিক কেমন? কিভাবে রোজকার দিন কাটে? এখানে বসবাস মানে চাষ আর এই জলের মাছের উপর এদের অনেক নির্ভরশীলতা; লঞ্চে একজনের সাথে পরিচয় হল যিনি চার পাঁচটা স্টপেজ পরে নামবেন; তিনিই বলছিলেন তাদের জীবন যাত্রার কথা; খানিক বাদেই আকাশ কালো করে বৃষ্টি নামলো; প্রথমে ঝড় তারপর বৃষ্টি... উফ... অপূর্ব সব দৃশ্য... লিখে প্রকাশ করা যাবে না... ঝড়ের মধ্যে জলযানের মধ্যের যাত্রা কতটা রোমাঞ্চকর তা এর আগে কখনো হয়নি; অপূর্ব; এই যাত্রার কিছু ভিডিও ক্লিপিং তুলেছিলাম; দেখলে কিছুটা অনুভব করা যাবে আশা করি; দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে প্রায় ২ ঘন্টা ১৫ মিনিট পর আমরা আলেপ্পি পৌঁছালাম।
।। সমুদ্র আর আলেপ্পি ।।
ফেরি ঘাট থেকে সমুদ্র প্রায় ৪ কিমি মত; একটা আটো নিয়ে পৌঁছালাম একদম গ্রামের শেষের একটা সৈকতে; জেলেদের গ্রাম পেরিয়ে একদম সমুদের ধারের একটা হোম স্টে-তে আমরা উঠলাম; একপাশে শুরু হয়েছে ব্যাক ওয়াটার আর একপাশে সমুদের ঢেউ; এর পরে আর কোন থাকার জায়গা নেই; আমরা কোথাও গেলে নন এসি রুমেই থাকি মূলত; এতে খরচ অনেক বাঁচে, কিন্তু এখানে পুরো রাস্তাটা এতই গরম আর জার্নির ফলে বেশ ক্লান্ত; আর সমুদ্রের ধারে গরমটা একটু বেশিই মনে হল; রুমে ব্যাগ রেখেই সমুদ্রে পা ভেজাতে রাখলাম আর সাথে সূর্যাস্ত; আরব সাগরের বুকে সমুদ্রের ঢেউ আর সূর্যাস্ত; অপূর্ব দৃশ্য।
আমাদের হোম স্টে-টা গ্রামের একদম শেষে; ফলে এদিকে কোন টুরিস্ট নেই; এবং খাবার দোকানও নেই; হেঁটে অনেকটা বাজারের দিকে এসে খাওয়া দাওয়া সারতে হল; রাত্রের অন্ধকারে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাবার অভিজ্ঞতা অদ্ভুত একটা রোমাঞ্চের; আমরা পরেরদিন অনেকটা সকালে উঠে জানালা দিয়েই দেখছিলাম সমুদের ঢেউ; বাইরে জেলেরা কখন যে বেরিয়েছিল জানিনা, তখন দেখছি মাঝ সমুদ্র থেকে ফিরে আসছে; সমুদ্রের বালির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে জালগুলো পড়ে আছে; আমরা অলস পায়ে হেঁটে হেঁটে মূল আলেপ্পি বিচের দিকে চললাম; প্রায় ৩৫ মিনিট পর পৌঁছালাম আলেপ্পির বিখ্যাত সি পিয়ারের সামনে; হাতে গোনা কিছু টুরিস্ট ছড়িয়ে আছে; ছবি তুলছে; দু একটা আইস ক্রিমের গাড়ি দাঁড়িয়ে আছে; অন্য সময়েই এই সৈকত মানুষে ভরে থাকে; আমরা কিছুক্ষণ থেকে চললাম ব্রেকফাস্টের জন্য।
।। আলেপ্পিতে প্রধান ঘোরার যায়গা ।।
১) ব্যাক ওয়াটার (হাউস বোট, শিকারা বোট, সাধারণ বোট)
২) আলেপ্পি সমুদ্র সৈকত
৩) লাইট হাউস
৪) পুন্নাপ্রা সৈকত
৫) মারারি সৈকত
৬) ভেম্বানাড লেক
৭) পাথিরামানাল
৮) আম্বালাপুজা টেম্পল
৯) মুল্লাক্কাল রাজ্যেশ্বরী টেম্পল
১০) সেন্ট মেরি ফোরেন্স চার্চ

।। দুই রাত মুন্নারে খরচ ।।
১) থেকেড্ডি - কোট্টায়াম বাস: ১২৮টাকা
২) কোট্টায়াম - কাঞ্জিরাম বাস: ২১টাকা
৩) ব্যাক ওয়াটার সার্ভিস: ২৮ টাকা
৪) দুপুরের ফিস মিল: ৬০টাকা
৫) আটো - হোটেল পর্যন্ত: ১০০টাকা
৬) হোটেল (এসি) - আলেপ্পি: ৯০০টাকা
৭) রাত্রের খাবার: ৮০টাকা
এছাড়া সারাদিন স্থানীয় স্নাকস, চা ইত্যাদির আলাদা খরচ আছে।
[কিছু তথ্যঃ থেকেড্ডি অর্থাৎ কুমলি বাস স্ট্যান্ড থেকে প্রায় ১ ঘন্টা ছাড়া বাস আছে আলেপ্পির; আমরা অবশ্য সরাসরি বাস না নিয়ে অন্য একটা টাউনে পৌঁছায়; ব্যাক ওয়াটারের জন্য আলেপ্পি পৌঁছে সেখানে বিভিন্ন বোট ভাড়া করে ঘোরা যায়; টাকার উপর বোটের মান ওঠা নামা করবে; তবে দুপাশের মনোরম প্রকৃতি একই থাকবে; আমরা সরকারি ফেরি সার্ভিসে পুরোটা ঘুরেছি; মাত্র ২৮টাকায়; এবং সাথে একাধিক গ্রামের প্রকৃতি আর জীবনের ছোঁয়া... কেরালা এলে এরকম গ্রামের মধ্যের চিত্র পাওয়ার মজাই আলাদা।]



#Kerala_Tour #Aleppy #Back_Water #Budget_Tour #HouseBoat #Munnar #Kerala #keralatourism #keralatouristbus #keralatouristbusmod #keralatourplan

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
4 Night 5 Days Kerala Tour consists of Munnar-Thekkedi-Allepy-Kochi.

Our journey starts form Chennai. After Munnar, Thekkedi, Aleppy we came to Fort Kochi. We roam around the city and explore Jew town, kochi beach and more. Frm ernakulam railway station we walked 10 minits to reach bus stop and took one direct bus to fort kochi. Its 30 odd minit journey. There we walked nearly 4 or 5 KM to explore specially jew town and market on antique shops.

Main Attraction of Fort Kochi
1) Jew Town
2) Kerala Theatre Museum
3) Princess Street
4) Mattancherry Place
5) Fort Kochi Beach
6) Santa Cruz Basilica
7) St. Francis Church
Cool Pallipuram Fort
9) Paradesi Synagogue
10) Chinese Fishing Nets
11) Dutch Cemetery

Cost for one:
Earnakulam - Fort Kochi: 28/-
Lunch: 100/-
Ticket - Synagouge: 10/-
Auto to beach: 40/-
Malabar Briyani: 180/-
Fort Kochi - Earnakulam: 28/-

#Kerala_Tour #Fort_Kochi #Jew_Street #Chinese_Fishing_Nets #Dutch_Cemetery #Budget_Tour #Ernakulam #Synagouge #Kerala #keralatourism #keralatouristbus #keralatouristbusmod #keralatourplan

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 Emptyঅ্যালেপ্পী Alleppey Alappuzha

more_horiz
আল্পুজাহ বা অ্যালেপ্পী

*************
[You must be registered and logged in to see this link.]

Ala অর্থ খাল,ppuzha হচ্ছে নদী অর্থাৎ খাল- নদী - খাঁড়ি আর উপহ্রদের দেশ আলাপুজহা বা অ্যালেপ্পী। একদিকে আরব সাগর অন্যদিকে ব্যাকওয়াটার ...... মাঝে স্যান্ডউইচ হয়ে আল্পুজাহর অবস্থান।নারকেল বিথীকায় ছাওয়া ৬৫ টি খাল ১২ টি গ্রাম ফুঁড়ে মাকড়সার জাল বুনেছে।পণ্যের সাথে যাত্রী চলেছে খাল পথে শালতি চেপে। আবদ্ধ জলাভূমি বা ব্যাক ওয়াটারে সৃষ্ট ভেম্বানাদ লেক কেরলের বৃহত্তম (৮০ কিমি) লেক। আলপুজাহ থেকে শুরু করে তিন জেলা ছুঁয়ে কোচি থ্রিসুর হয়ে এটি সাগরে মিলেছে।
আগস্ট মাসের দ্বিতীয় শনিবার পম্পা নদীতে Chundan Valloms তথা স্নেকবোট রেস সারা বছরের ঝিমুনি ভাঙিয়ে মাতিয়ে তোলে আল্পুজাহকে । বিষাক্ত সাপ হুডে নিয়ে ঝলমলে সাজে সজ্জিত হয়ে কেরলের ট্র্যাডিশনাল শতাধিক চন্দন ভেল্লোম নৌকা লোমহর্ষক একলক্ষ টাকার নেহেরু ট্রফি প্রতিযোগিতায় অংশ নেয়। স্লাপ স্লাপ শব্দে জল কেটে দাঁড় টানে ১০০ দাঁড়ি,মুখে তাদের Vanchipattu গান। ৩০ মিটার নৌকো চলে তির বেগে। ১৯৫২ প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর সূচনা করেন।একে Vallum kalis ও বলে। টিকিট কেটে ঢুকতে হবে। এখনকার রেট জানি না।
ছাতা নেবেন,পানীয় জল নেবেন আর নেবেন শুকনো খাবার ....
না হলে শুকিয়ে মরবেন !!!!
কখন কেরালা যাবো:
..................
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ও একটু নিরিবিলি কেরালা কে দেখতে আমরা আগস্ট মাসে যেতে চাইবো.... নাহলে নভেম্বর থেকে মার্চ ...... এই সময় টাই কেরালা বেড়ানোর উপযুক্ত সময়।
তবে একটু চেষ্টা করবেন মাঝে যদি পূর্ণিমা রাত টা পাওয়া যায়।
কেননা ঐ যে সেই গানটা হওয়ার কথা আছে না .....
" ম্যায়নে পুছা চাঁদ সে...
কি দেখা হ্যায় ক্যাঁহি .....
চাঁদ নে কহা , চাঁদনী কি কসম
নেহি নেহি নেহি ....
........ ম্যায়নে পুছা চাঁদ সে ....."
ক' দিন লাগবে:
................ .......
ALLEPPY তে সাধারনতঃ লোকে একরাত দুদিন থাকে। তবে কল্লাম বা ভারকালা যোগ করলে আরও একটা রাত লাগবে। আর আমরা যে জলে এসেছি এর অ্যাডভান্টেজ টা এবার পাবেন ..... আপনি যদি kollam নাও যেতে পারেন ..... দুঃখ নেই। অলরেডী বোটে আসার সুবাদে আমরা কেরালার গ্রামগঞ্জ দেখেছি।
তবে ALLEPPY আসবো ...... আর হাউস বোটে থাকবো না,অন্তত ঘুরবো না .......... তা হয় না,হতে পারে না।
এক্ষেত্রে শুধু যে হানি মুনাররাই হাউস বোটে রাত কাটান তা নয় ...... ইচ্ছে থাকলে যে কেউ থাকতে পারবেন,যদি একটু পকেটের জোর থাকে।
কি কি দেখবো/ কোথায় কোথায় ঘুরবো:
.....................................
আমরা মনে মনে প্ল্যান রাখছি যতো গুলো জায়গা যাবার ...... প্রয়োজনে সর গুলো একটু আধটু চেঞ্জ করবো ....... তখন আবার চেঁচাবেন না যেন !!
* ALLEPPY BACKWATER CRUISES
** ALLAPUZAH BEACH
*** ARTHUNKAL CHURCH
**** CHAMPAKULAM
*****KUMARAKOM
এবং KOLLAM,VARKALA( IF POSSIBLE).....
মন্দির / মসজিদ / চার্চ এখন না হয় ট্যুর প্রোগ্রামের বাইরে থাক !!!
মন্দির দেখতে হলে আমার বাড়ি আসুন .... PATHRA নিয়ে যাবো বা ইয়াসিন দার কাছে পাঠিয়ে দেবো।
বেশি একগাদা ফালতু জায়গা না ঘুরে জলে থাকুন,হাউস বোটে ..... জ্যোৎস্না রাতে ...... .. দেখবেন পুরো মাখন ...... জমে যাবে ......!!!!
চলুন এবার cruise মানে জলে থাকার জলমাপি মানে ওই হাউস বোটের ব্যাপারটা দেখি ..... ভালো করে শুনবেন, পরে কোয়েশ্চন করবো,বলতে না পারলে শুধু জল মুড়ি খাইয়ে রাখবো কিন্তু......
....................................
দাঁড়ান ,আগে একটু লেকচার দিই....
কুত্তানাদ( Kuttanad) ......
আরে নাম শুনেই হাসছেন !
না না,বিশ্বাস করুন kuttanad কে Rice Bowl of Kerala বলে। হাউস বোটে কেরালা ব্যাক ওয়াটার ট্রিপের আদর্শ জায়গা।পৃথিবীতে হাতে গোনা যে ক'টি জায়গায় সমুদ্রতলের নিচের উচচতায় চাষাবাদ হয় ,তার মধ্যে Kuttanad একটি .....দারুন দারুন দারুন সুন্দর জায়গা ....
বিভিন্ন ধরনের ডে / নাইট ক্রুজের যাত্রা শুরু হয় Alleppy স্টেশনের কাছে Punnamada লেক মানে ওই Vembanad লেক থেকে । এর কথা টো আগেই বলেছি।
আমি তো আগেই বলেছি ..... ক্রুজে বিভিন্ন রকম হয় ......
* দুঘন্টার ক্রুজে
.....................
আপনি kumarakom যেতে পারেন ....... এটা হলো সেই যে আমি Kottayam থেকে VEGA ক্রুজের কথা বলেছিলাম ..... সেমি এসি ..... ১২০ টা সিট...... এসি ১০০ ,নন এসি ৫০ ..... মনে পড়ছে ..... সেটাই সকালে ALLEPY তে প্যাসেঞ্জার নামিয়ে চলে যায় কুমারকম বিকেলে ফিরে বার ভায়া ALLEPPY প্যাসেঞ্জার নিয়ে KOTTAYAM যায়।
ভাড়া কম,আরাম বেশী।
** ৮ ঘণ্টার ডে ক্রুজে
...............................
ALLPUZAH TO KOLLAM
সকাল ১০;৩০ এ স্নানটান সেরে মুড়ি মাতার পুজো করে ....... বোট জেটি তে আসুন.......... একটাও ইংরেজি বলতে হবে না ..... ফাটিয়ে লোকাল বাংলা বলুন আর চলুন দেখে আসি Karumadikuttan বুদ্ধ মূর্তি দেখতে। এই মূর্তির পুরো বাঁদিক নষ্ট হয়ে গেছে..... দুপাশে কলাগাছ ধানক্ষেত ..... আহহা !! সবুজে সবুজ ..... গ্রাম দেখুন মাছধরা দেখুন . ...... পথে পড়বে kumarakody,Matha Amrithanandamay ( আরে... মাতা আমৃতানন্দময়ী বলুনতো ,কিচ্ছু হবেনা ! ওরা একটু Ranjit কে Ranjith বলে)..... MADOM,ALUMKADAVU ও KAYAMKULAM লেক .. ......
দারুন লাগবে. .....
খরচ মাথা পিছু ৬০০ টাকা .... নিজের থাকলে খাবেন ...... না হলে অন্যের দেখে পেট ভরাবেন ....... আর লাক্সারি বোটে গেলে সব পাবেন , রেস্ত বেশি।
*** ALLEPPY - ALLEPPY CRUISER ONE NIGHT
......................
দুপুর ১২ টায় PUNNAMADA বা VEMBANAD লেক থেকে শুরু পরদিন সকাল ৯ টায় শেষ । যা খেল রাতেই খতম, আর যদি পূর্ণিমা রাত তো ... ????
খরচ .....
ডিলাক্স ৮৫০০,প্রিমিয়াম ১১৫০০,লাক্সারি ১৭৫০০ জনপ্রতি ... রুম বাড়লে টাকা বাড়বে ডাবল,ট্রিপল........
পাবেন ওয়েলকাম ড্রিংকস, স্ন্যাকস,ইভনিং টি,লাঞ্চ, ডিনার,ব্রেকফাস্ট।
যত এক্সট্রা ছাড়বেন তত ফেসিলিটি,যেমন ..... হানি মুন কেক ও ফুল পাবেন ১০০০ এক্সট্রা দিলে । এক্সট্রা পারসন ১০০০ মানে ১২ বছরের ওপর বাচ্চা থাকলে আর কি!
**** DAY CRUISE
.......................
পুরো বোট রেন্ট ৭৫০০ টাকা (ম্যাক্সিমাম ১৫ জন),ফুড পার পারসন ৭৫০ টাকা। আর যদি এর সাথে কুমারাকম রাউন্ড ট্রিপ করতে চান তো এক্সট্রা ১৫০০ টাকা। তবে নাচন কুঁদন যা করবেন মোট ছঘন্টা।
***** হাউস বোটের রুম ভাড়া ও বুকিং ....
............
তিন রকম রুম থাকে হাউসবোটে ....
ডিলাক্স,প্রিমিয়াম ও লাক্সারি। ভাড়া রুম পিছু দু জনের ....
ডিলাক্স .. ৮৫০০টাকা/ নাইট
প্রিমিয়াম... ১১৫০০ টাকা / নাইট
লাক্সারি..... ১৭৫০০ টাকা / নাইট
হাউস বোটে ম্যাক্সিমাম ৮ টি রুম থাকে। বেলা১২.০০ থেকে সকাল ৯ টা। রাত নটা থেকে সকাল ছটা এসি চলবে।
বুকিং নিয়ার ALLEPPY FINISHING POINT না হলে গোগোল খুড়োর সাহায্য নিন।

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyKERALA TOUR ITINERARY

more_horiz
KERALA TOUR ITINERARY
[You must be registered and logged in to see this link.]

১)সরাসরি কিম্বা ব্রেক জার্নি করে আসুন এরনাকুলাম ......
২) আমরা এরনাকুলমে দু রাত থাকতে বাধ্য। কেননা প্রথম দিন জার্নি করে এসে সবটা হবে না।
৩) তৃতীয় দিন সকালে আমরা চলে যাবো অ্যালেপ্পি ....এটা আমরা পাবলিক বোটে যাবো ..... তাহলে মিনিমাম খরচ হবে ..... আর ব্যাক ওয়াটার জার্নি তে শরীর ঠিক থাকবে।
৪) অ্যালেপ্পি তে আমরা থাকবো দু রাত ...... এক রাত হোটেলে,এক রাত হাউস বোটে । কোথাও কোনও বুকিং কাউকে দিয়ে করাবেন না.... পাত্তা দেবেন না,নিজে গিয়ে করবেন ..... সব পাবেন,সস্তায় পাবেন .... অ্যালেপ্পি তে VEGA ধরে ক্রুজে অর্থাৎ জল বিহারে যেদিনই পৌঁছেছেন ,সেদিনই বিকেলে KUMARAKOM যান, দুঘন্টা করে যাতায়াতে ব্যাক ওয়াটারে গ্রাম দেখা কিছুটা সারুন।তারপর দিন দুপুর বারোটা থেকে হাউসবোট এ গিয়ে উঠবেন ,হোটেল ছেড়ে ...... পরের দিন বেলা নটায় শেষ হবে হাউস বোট জার্নি। ওদেরকে এক্সট্রা দিয়ে kollam টা দেখে নেবেন। তাহলে প্রথম দিনে, হলে লোকাল বোট নিয়ে শিকারা নিয়ে, অথবা ডে cruise নিয়ে ঘুরুন। BACKWATER ক্যানাল দিয়ে নতুবা ওই যে বললাম KUMARAKOM যান VEGA তে।

আফটারঅল ,এটা মাথায় রাখবেন যে আপনাকে Kollam,VARKALA, Kuttanad আর Vembabanad লেক টা ঘুরতে হবে।

যাই হোক , এখান থেকে আপনারা দু রাত কাটিয়ে পাবলিক বোটে অথবা VEGA সার্ভিসে KOTTAYAM যাবেন,সেখান থেকে বাসে THEKKADY ।
৫) THEKKADY .... ২ রাত
৬) THEKKADY থেকে মূন্নার যাবেন। সেখানে .... ২ রাত।
৭) MUNNAR থেকে সোজা THIRUVANANTHAPURAM যাবেন।
সেখানে একরাত থেকে KOVALLAM বীচ বিষ্ণু মন্দির সব অটো তে নিজে কন্ট্রাক্ট করে ঘুরবেন। KOVALLAM বীচ এখন ভিড়ে ভিড়াক্কার কয়েক মিনিটেই সখ মিটে যাবে। বিষ্ণু মন্দিরে প্রচুর ভিড় হবে....... ছেলেদের ধুতি,মেয়েদের শাড়ি সঙ্গে রাখবেন..... না হলে ভাড়ায় নিতে খরচ বাড়বে। হোটেল নেবেন স্টেশন থেকে দূরে না হলে শব্দে টিকতে পারবেন না।
৮) রাতের সুন্দর বাসে Trivandrum থেকে কন্যা কুমারী যাবেন। কন্যাকুমারী তে অবশ্যই দু/ তিন রাত থাকবেন। তারপর সেখান থেকে ডাইরেক্ট হাওড়া না হলে Villupuram যাবেন। ভিল্লু থেকে হাওড়া ।
কেপ আর নাগের কয়েল কাছাকাছি। কোন ব্যাপার নয় ..... যে কোন স্টেশনের টিকিট পেলেই হবে। কন্যা কুমারী তে প্রচুর পকেটমার আছে, বাঙালি খাবার হোটেল আছে ......
কুমারী মন্দিরের কাছে একেবারে সমুদ্রের ওপরে HOTEL SAMUDRA তে থাকবেন,হোটেল থেকেই বিবেকানন্দ রক দেখতে পাবেন।
আর একটু আগিয়ে গেলেই বাঙালি হোটেল পাবেন ...... ট্রেনে বেঙ্গল থেকে মাছ যায় ...... পচা মাছ খাবেন,ঝিঙে পোস্ত পাবেন, ডাল পাবেন, আলু পোস্ত পাবেন ........ কিন্তু কিছু কিনবেন না। চোরের জায়গা।

হোটেল ভালো নিলে ষোলোকলা পূর্ণ হবে।
জাহাজের টিকিট কাটতে একজন ভোরে লাইন দিবেন ...... জাহাজে যাবার সময় লাইফ জ্যাকেট পরবেন ....... ভয় পাবেন না। শেষে মনে হবে আরও দু দিন থাকতে পারলে ভালো হতো.....

তাহলে সময় কত লাগলো:
* Howrah to Ernakulam.... ৩ রাত
** Ernakulam .................২ রাত
***ALLEPPY...................২ রাত
**** Thekkady .................২ রাত
***** Munnar...................২ রাত
****** Tribundrum..........১ রাত
******* Kannyakumari......২ রাত
******** Howrah back ......৩ রাত
........................................................
Total.................................১৭ রাত
খরচ ...
*****"
ধরে নিচ্ছি দ্যাবা ,দেবী ও দুটো বাচ্চা( একটা ফুল,একটা হাফ বা দুটোই ফুল) ......
*ট্রেন ভাড়া + ফুড+ অটো=₹15000
(Both side 3A)
** Hotel 11রাত × 2000= ₹ 22000
**** House Boat ........= ₹ 10000
***** Daily food............=₹17000
17× 1000
****** Misc...................= ₹ 6000
........................................................
Total ..............................=₹70000
আমি যে হিসাব দিয়েছি তা থেকে কম দশ হাজার হতে পারে,যদি আপনি দিন কমান। ট্যুরে সময় কম মানে সাশ্রয় বেশি। লোক বেশি, মানে ফামিলি বেশি হলে...... অন্তত দুটো ফ্যামিলি হলে খরচ কম হবে। আর এসি তে যাতায়াত না হলে খরচ অনেক কমবে। তবে সবটাই নিজের কাছে .......

description KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ  - Page 2 EmptyRe: KERALA Tour Plan with Cost details কেরালা ভ্রমণ খরচের বিবরণসহ

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply